আমাদের কথা খুঁজে নিন

   

শুধুই ভালোবাসা

মুরুব্বিদের অনেকের চোখেই আমরা আজ নষ্ট প্রজন্ম! নষ্ট প্রজন্ম এই অর্থে যে আমরা বেশিরভাগ ছেলে-মেয়েরাই এখন বড়দের দেখলে তেমন করে সালাম দেই না, আদব-কুশল জিজ্ঞেশ করি না!! বিকেল কিংবা সন্ধ্যা বেলায় বন্ধু-বান্ধবি হাত ধরা ধরি করে একান্তে সময় কাটাই! বেশিরভাগ মুরুব্বি আমাদের আচরণ দেখলেই আঁতকে উঠে বলেন, কি জামানা এলো! আমরা হয়ত এই অর্থে নষ্ট প্রজন্ম! কিন্তু তবুও আমরা এই প্রজন্মের ছেলে-মেয়েরা মুরব্বিরা যতটা না ভাবে তার থেকে অনেক অনেক বেশি লালন করি মুক্তিযুদ্ধের চেতনা! আমাদের এই প্রজন্ম মুক্তিযুদ্ধ দেখে নি! তবুও আমাদের হৃদয়ে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধারা রয়েছে আপন মহিমায় উজ্জ্বল হয়ে! আমরা মিসির আলি কিংবা মাসুদ রানা অথবা হিমু পড়ে বড় হওয়া প্রজন্ম! মুক্তিযুদ্ধ আমাদের কাছে অদ্ভুত একটা ফ্যাসিনেশান যখন সময়ের কিছু সূর্য সৈনিক, নিজেদের জীবন কে তুচ্ছ করে আমাদের জন্যে বাংলাদেশ নামের এই দেশ টাকে জন্ম দিয়েছে। আমরা তাদের কে নত হয়ে সালাম জানাই!! আমরা সালাম জানাই তোমাদের সংগ্রামকে, বলিদানকে, চেতনাকে, সাহস কে এবং দেশপ্রেমকে! কিন্তু এই প্রজন্মের ছেলে হয়ে একটা প্রশ্ন মাঝে মাঝেই মনের ভেতরে উঁকি ঝুকি মারে! প্রশ্ন হল- তোমরা সময়ের সাহসী সৈনিকেরা যে চেতনা নিয়ে মুক্তিযুদ্ধ করেছিলে, আমাদের মাঝে সেই চেতনার কতটুকু বিকাশ হয়েছে!! পাঠ্যপুস্তক কিংবা শুধু মিডিয়া তে বাবু খাও বলে যে মুক্তিযুদ্ধের চেতনা আমাদের গলায় গেলানো হচ্ছে তা দেখেই প্রশ্ন জাগে!! আজ যেভাবে মুক্তিযুদ্ধের চেতনাকে পলিটিসাইজ (politicize) /রাজনৈতিক করন চলছে এর মাঝে কি আমরা মুক্তিযুদ্ধের সঠিক চেতনাকে লালন করতে পারছি!! আজ বিজয়ের আগ মুহূর্তে চোখ বন্ধ করলেই দেখতে পারি,(শ্যামল ছায়া, ওরা এগার জন কিংবা হাঙ্গর নদীর গ্রেনেড ছবি দেখার সুবাদে) তোমরা পরম মমতায় গাইছ, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি কিংবা তোমার ভয় নেই মাগো আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে তবু শত্রু এলে অস্ত্র হাতে লড়তে জানি আর অস্ত্র হাতে পাক হানাদারদের খতম করছ! তোমাদের সেই দৃশ্যগুলি দেখে খুব খুব করে বলতে ইচ্ছে করে তোমাদের, তোমরা যে বাংলাদেশ দেখতে চেয়েছিলে আমরা এই প্রজন্মের সবাই মিলে দেশের এই খোলনলচে বদলে তোমাদের সেই স্বপ্নের বাংলাদেশ গড়তে চাই! তোমাদের জীবন সায়াহ্নে অন্তত বলতে পারবে, হুম! এই সোনার বানলাদেশ দেখার জন্যই যুদ্ধে গিয়েছিলাম আমরা, এই প্রজন্ম তোমাদের সেই স্বপ্নের বাংলাদেশ গড়বেই দেখ তোমরা, হে, সময়ের সাহসী সৈনিকেরা! তোমাদের প্রতি রইলো শ্রদ্ধা, ভালোবাসা, মমতা আর শপথ করলাম যুদ্ধাপরাধীদের বিচার করতে আমরা পাশে আছি!! আর তোমাদের মাঝে যারা আজ এই স্বাধীন দেশে মাথা উঁচু করে দাঁড়াতে পারছ না সামাজিক কিংবা অর্থনৈতিক কারনে তোমরা ক্ষমা করে দিও আমাদের! একদিন দেখ আকাশের লাল সূর্যের সাথে সবুজের গালিচা মিলে তোমাদের রক্তে স্নাত এই দেশের নতুন দিনের আগমন হবেই হবে! আবারো তোমাদের প্রতি রইলো শুধুই ভালোবাসা ভালোবাসা ভালোবাসা ...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।