আমাদের কথা খুঁজে নিন

   

নেতাদের ভোটে জনগন আসে, নাকি জনগনের ভোটে নেতারা আসে? উত্তর দিয়া জান... উত্তর না দিতে পারলে গিয়া মরেন তাও দেশটাকে মুক্তি দেন

শাহবাগ বুঝিনা সব কথার এক কথা যুদ্ধঅপ্রাধী যত কুত্তার বাচ্চা আছে সবার বিচার হবে। সে জামাত হোক আর যেই হোক আপনার উত্তর যদি এটা হয় যে জনগনের ভোটেই নেতারা আসে তাইলে আমার আরেকটা প্রশ্নের উত্তর দেন। দুনিয়ার যত চোর, ডাকাতরা আমাদের ভোট পেয়ে ক্ষমতায় যায় কেমনে? উত্তর দিলে কষ্ট হলে কিছু ক্লু দি? ধরেন একটা দেশে ১০০ জন মানুষ বসবাস করে। এই ১০০ জনের মধ্যে সৎ, শিক্ষিত ও বিচক্ষন ৭০ জন এবং বাকি ৩০ জন অসৎ, অশিক্ষিত এবং সার্থবাজ। তাহলে এই ১০০ জন মানুষকে পরিচালনা করার জন্য একজন নেতা নির্বাচন করা লাগবে।

ধরুন ১০০ জনের মধ্যে থেকে ২ জন নেতা পদে দাড়ালো। এদের মধ্যে একজন সৎ, শিক্ষত, বিচক্ষণ। এবং আরেকজন অসৎ অশিক্ষিত। এখন আমাকে বলুন এই ২ জনের কোন একজন নির্বাচিত হবে? ৭০ জনই যেখানে শিক্ষিত, বিচক্ষন, এবং সৎ তাহলে নিশ্চয় তারা ভেবে চিন্তে একজন সৎ, শিক্ষিত এবং বিচক্ষন ব্যক্তিকেই নির্বাচিত করবে। একটা খারাপ মানুষ সবসময়ই খারাপ নেতাকেই ভোট দিবে।

আর একটা ভাল মানুষ কখনই একটা খারাপ মানুষকে ভোট দিবেনা। কারন তারা জানে যদি আমরা জেনে শুনে খারাপ মানুষটিকে ভোট দেয় তাহলে আমাদের অবস্থা বাংলাদেশ নামক একটা দেশের মত হয়ে যাবে। তারমানে তো এটা এটলিস্ট ক্লিয়ার যে আমাদের দেশে বেশীর ভাগ মানুষ বলদ। আসলে বলদের থেকে ভালো কোন শব্দ খুজে পেলাম না। এর থেকেও খারাপ বলা যেত।

মানবতার খাতিরে ভালোটাই বললাম। আমাদের দেশে বেশীর ভাগ মানুষই অশিক্ষিত, মুর্খ, বোকা, অবুঝ, অসৎ, চোর, দুর্নীতিবাজ, আবার শিক্ষিত যারা আছে এদের মধ্যেও অনেক হাম্বা আছে কিছু ক্ষেত্রে এসব শিক্ষিত হাম্বাদের থেকে অশিক্ষিতদেরই বেশী জ্ঞান লক্ষ করা যায়। এসব হাম্বারা সংখ্যায় বেশী তাই ভালোদের ভোটের তুলনায় এসব হাম্বাদের ভোটে খারাপ নেতারা বেশী ভোট পেয়ে ক্ষেমেতায় চলে যায়। আর পুরা দেশটাই যায় রশার তলে। এখন বলেন আমাকে কি এখন জেল খাটতে হবে এসব বলার জন্য? ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.