আমাদের কথা খুঁজে নিন

   

অনন্ত জলিল আসলে একটা উজবুক! তার বউয়ের নাকি বন্ড গার্ল হওয়ার সব যোগ্যতা আছে!

ব্লগিং শুরু করলাম অনন্ত জলিল সাহেবের ফ্যানরা দূরে থাকুন গতকাল চ্যানেল ৭১ এ তার ইন্টারভিউ দেখেছিলাম। সাথে ছিলো তার বউ বর্ষা। পুরোটা দেখতে পারিনি, তাই বলে কোন আফসোস নেই। না দেখেই ভাল করেছি। আসলে ওনাকে নিয়ে নতুন করে বলার কিছু নেই।

আগে ভাবতাম সহজ-সরল মানুষ তাই না বুঝে হয়তো এইসব কথাবার্তা বলছে। কিন্তু ওনার মত অহংকারী মানুষ আর একটাও দেখিনি। তার বউ তার মতন আহাম্মক না হলেও তিনিও বেশ অহংকারী। উপস্থাপক আব্দুর নুর তুষার একবার প্রশ্ন করলে বর্ষা বলেন, আমার হাইট ইন্টারন্যাশনাল লেভেলের! (ইন্টারন্যাশনাল লেভেলের হাইট এইটা প্রথম শুনলাম)। জলিলকে জিজ্ঞাস করা হলেও উনিও সহমত হন।

আপনার সব যোগ্যতা আছে কিনা? জিজ্ঞাস করা হলে বর্ষা কনফিডেন্ট হয়ে বলেন "অফকোর্স"। জলিলও সহমত প্রকাশ করেন। জলিল সাহেব তো কথায় কথায় বলেন, সব জায়গায় বলেন আমার মত একশন আর কেউ করতে পারে না! নিজেকে অলরেডি বন্ডের সাথে তুলনা শুরু করে দিয়েছেন! আব্দুর নুর তুষার যদিও অনুষ্ঠান শেষে বলেন, আমরা চাই আপনি জেমস বন্ডের থেকেও উন্নত মুভি বানাতে পারেন। (খোচা দিয়েই বলেছে মনে হয়)। জলিল আরো ভাব নিয়ে বলেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর হোক বা সেনা প্রধান হোক সবার বাসাতেই অনন্ত জলিলকে নিয়ে আলাপ হয়! (সে তো আর জানেনা সবাই তার প্রশংসা করে না নিন্দা করে নাকি পচায় ) তিনি আরো বলেন, আমি চাই "আমাকে দেখে হলেও" কিছু ভালো একশন হিরু বের হয়ে আসুক! আচ্ছা আপনারাই বলেন তিনি কি ভালো অভিনেতা নাকি ভালো স্টান্টম্যান? তিনি ২টার একটাও না।

তিনি হলেন টাকা ঢেলে "বাংলা সিনেমার উন্নতিকরনের" নামে বস্তাপচা কিছু কাহিনি দিয়ে সিনেমা বানানো জনপ্রিয়তা পাগল (ফেম ক্রেজি) একটা লোক। বাংলা সিনেমার (প্রচলিত) সব চেয়ে খারাপ অভিনেতাও তার থেকে ভালো অভিনয় করে। আর টিভি নাটকের কথা নাই বললাম। একবার মোস্তফা সারওয়ার ফারুকী (জলিলকে উদ্দেশ্য করে) বলেছিলেন সিনেমার কাহিনিতে আপনার মা মারা গিয়েছেন, আপনি কান্না করছেন। আর ওইদিকে দর্শক হো হো করে হাসছে।

জলিলের সিনেমাতে তাই হয় এবং এটা সত্যি। এইভাবে সিনেমা হিট হলে জলিল নিজেকে মহা-অভিনেতা মনে করলে ভুল করবেন। এবং তিনি ভুল করছেন। অনেকে তাকে বাংলার রজনিকান্ত বলে। রজনিকান্ত যেমন অভিনয় করে সেটা আসলেই ভালো।

জলিল ১০০ বছরেও তার কাছে আসতে পারবে না, in terms of acting ধরেন এমন হলো এটিএন বাংলার মাহফুজুর রহমান (তিনি জলিলের থেকেও বড়লোক, এবং জলিলের থেকেও ভালো মানুষ) ১০ কোটি টাকা ব্যায় করে নিজে হিরো হয়ে সিনেমা বানালেন। প্রিন্ট খুবই ভালো, সাউন্ড ভালো, সবই ভালো। কাহিনি ভালো হোক আর খারাপ আপনি কি তার সিনেমা দেখতে যাবেন না? আপনি কেন যাবেন চিন্তা করে দেখেন একবার ইউটিউবে তার গানের ভিডিও বাংলার করাভেরি ডি/গ্যাংনাম স্টাইল হয়ে গিয়েছিলো। মনে আছে? কেন হয়েছিলো? সুর খুব ভালো ছিলো? এই একই কারনে জলিলের সিনেমা মানুষ দেখে। জলিল এটা সহজে বুঝবেনা, আপনি ওনার মত হলে আপনিও বুঝবেন না... আর ওনার যদি সত্যিই দেশের সিনেমা নিয়ে মাথা ব্যাথা থাকতো তাহলে নিজের খারাপ উচ্চারন, ভুল ইংরেজি, জঘন্য অভিনয় মানুষকে না দেখিয়ে নিজে প্রডিউসার হয়ে ওনার থেকে হাজারগুন ভালো অভিনেতাদের আরো কয়েকধাপ এগিয়ে যাওয়ার সুযোগ করে দেয়া উচিত ছিলো! তিনি অনুষ্ঠানে বলেছেন এমন কোন লেভেল নাই যে তার সিনেমা দেখে না! আমিও বলতে চাই এমন কোন লেভেল নাই যারা হো হো করে হাসতে চায় না।

তার এক ক্রু মেম্বার নাকি তাকে মজা করে জিজ্ঞাস করেছিলো যে সিনেমা এত টাকা দিয়ে বানানো সিনেমা ফ্লপ করলে কি করবেন? তিনি উত্তর দিয়েছেন আমার গার্মেন্টসের সব শ্রমিকের বেতন থেকে ১০০ টাকা কেটে নিবো। কই সিনেমা হিট করলে তো ১০০ টাকা বোনাস দেয় না! ওনার এইসব উজবুক মার্কা কথাবার্তা বন্ধ করা উচিত। আর ওনার অহংকারই ওনাকে ডুবাবে। আগের কিছু পোস্টঃ গুগলে ইন্টারভিউর সময় কোন প্রশ্নটা সবচেয়ে বেশি করা হয় জানেন? পারলে উত্তর দিয়ে দেখান! ক্যাস্পারস্কির মালিককে চিনেন? বয়স ৩৭, চাকরি করেই ৩০০ মিলিয়ন ডলারের মালিক! কোন কম্পানির সিইও বলেন তো? ফেসবুকে যোগাযোগ করতে পারেন ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.