আমাদের কথা খুঁজে নিন

   

মেয়েটি

আমার না বলা যত কথা নাম পরিচয় গোত্র ভুলে গেছে লোকে তাকে বারাঙ্গনা বলে ডাকে! ছিল নিরাভরণ শরীরে পশুর থাবার ক্ষত ছোপ ছোপ রক্তের দাগ লেগে ছিল সবুজ শাড়িটিতে। জীর্ণ শাড়িটি বাসি ফুলের মালার মতই ঢাকতে উদ্যত ছিল তবুও কামনার অঙ্গন, নিটোল ঊরুর কাছে নিজের অপারগতায় হয়েছে লজ্জায় মস্তাকাবনত! জীবন বারবার ভিক্ষা চেয়েছে উদার প্রকৃতির কাছে প্রকৃতির বুক ফাটা চিৎকার আর হৃদয় বিতানের মর্মর বেদনায় মেয়েটি, একাত্তরের পর একেবারেই বদলে গেছে!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।