আমাদের কথা খুঁজে নিন

   

রাজধানীর খিলক্ষেতে যুক্তরাষ্ট্র দূতাবাসের গাড়িতে ঢিল, ভাংচুরের চেষ্টা

আমি একজন ব্লগ ভক্ত মানুষ। জামায়াতে ইসলামীর ডাকা হরতালে রাজধানীতে যুক্তরাষ্ট্র দূতাবাসের একটি গাড়িতে ঢিল ছুড়েছে পিকেটাররা। এ সময় বেশ কয়েকজন যুবক ওই গাড়িতে ভাংচুর ও অগ্নিসংযোগের চেষ্টা চালায় বলেও জানিয়েছে পুলিশ। তবে এতে কেউ হতাহত হয়নি। খিলক্ষেত থানার উপ-পরিদর্শক (এসআই) আবু সালেহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে খিলক্ষেত ফ্লাইওভারের নিচে যুক্তরাষ্ট্র দূতাবাসের একটি গাড়িতে ঢিল ছোড়ে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের কর্মীরা।

“এ সময় গাড়ির গতি কমে এলে তাতে ভাংচুর ও অগ্নিসংযোগের চেষ্টা চালানো হয়। ” হামলার পরপরই গাড়িটি দ্রুত গতিতে ওই এলাকা ত্যাগ করে। গাড়িতে পুলিশ ছিল বলেও এসআই সালেহ জানান। একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় বিচারাধীন জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃত্বসহ গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তি ও মামলা প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে সোমবার দুপুরে এই হরতালের ডাক দেয় দলটি। তাদের প্রধান শরিক বিএনপিও এই হরতালে নৈতিক সমর্থন দিয়েছে।

সুত্র ঃ বিডি নিউজ ২৪  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।