আমাদের কথা খুঁজে নিন

   

শুনবে কি একটু : নীলু'স গবিতা(!)

আনাড়ী রন্ধন শিল্পীর ব্লগ B-)। ব্লগের বাজে-মানহীন লেখাগুলোর মাস্টার পিস দেখতে চাইলে এই ব্লগারের পোষ্ট গুলো পড়ে দেখতে পারেন। কথা দিচ্ছি, নিরাশ হবেন না। B-) একটু দাড়াবে কি? শুনবে কি একটু, কিছু বলার ছিলো যে তোমায়! বসো না দু দন্ড; দিগন্তের ঐ নীলিমার পানে তাকাও মনের দুয়ারটা একটু খুলে দাও, কি, শুনতে পাচ্ছো কি, কোন ফিসফিসানী? ওহ! পাচ্ছোনা! থাক তবে, শুনতে হবে না। ****************************************** আরে কখন এলে, বোস বোস তোমার কথাই ভাবছিলাম, তা আছো কেমন? হমম, ভাল থাকাই কাম্য। কি বোকা আমি বলতো সৌম্য! ঐ যে সেদিন বসালাম তোমায় কিছু বলবো বলে অথচ, আমি কি কান্ড জ্ঞান হীন! না না ভেবো না; তোমায় আর বিব্রত করবনা। বন্ধু ছিলে সব সময় বন্ধু-ই রবে, টুটে না যাবে এ বন্ধন কি বলো? ================================== কি লিখলাম এটা? না গল্প, না কবিতা; কি নাম হওয়া উচিত এর? গবিতা!! যার সন্ধি বিচ্ছেদ করলে হয় গল্প+কবিতা !! হাহঃ হাহঃ হা............. গল্প লিখতে না পারা, কবিতার কাছ থেকে পালিয়ে বেড়ানো নীল-দর্পণ আজ লিখেছে গবিতা (!)

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।