আমাদের কথা খুঁজে নিন

   

তুমি শুনবে কি- পুরনো দিনের গান



তুমি শুনবে কি ফুলের বনে ভ্রমরগুলো গুনগুনিয়ে যে গান গায়, তার কিছু সুর শুনাবো আজ আমার এ জলসায় । তুমি শুনবে কি ফুলের বনে ভ্রমরগুলো গুনগুনিয়ে যে গান গায়, তার কিছু সুর শুনাবো আজ আমার এ জলসায় । তুমি শুনবে কি বলতো কোন সুরে আজ লাগলো দোলা এ পরানে, না না বহরে নয় এ সুর শুধু ইমন কল্যানে, আমি কার সাথে যে ভাব করেছি আজি এ সন্ধ্যায়, আমি কার সাথে যে ভাব করেছি আজি এ সন্ধ্যায়, তুমি শুনবে কি প্রথম অন্তরার পড়ে যে সুর বাজে সঞ্চারিতে, তারে যে বরণ করে নিলাম প্রেমের আলোকিতে। প্রথম অন্তরার পড়ে যে সুর বাজে সঞ্চারিতে, তারে যে বরণ করে নিলাম প্রেমের আলোকিতে। চলনা সেখানে যাই যেথায় শুধু সুরের মেলা, না না এখানে নয় অন্য কোথাও ভাসিয়ে ভেলা, যেথা ফুটবে গো চাঁদ মুখোমুখি তাঁরার আঙ্গিনায় , যেথা ফুটবে গো চাঁদ মুখোমুখি তাঁরার আঙ্গিনায় , তুমি শুনবে কি ফুলের বনে ভ্রমরগুলো গুনগুনিয়ে যে গান গায়, তার কিছু সুর শুনাবো আজ আমার এ জলসায় । শিল্পী : মান্না দে ছায়াছবি : ইমন কল্যান Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।