আমাদের কথা খুঁজে নিন

   

কে শুনবে আমার কথা .....................

শিশুদের নিরাপদ জীবন চাই,চাই খোলা আকাশের নিচে বসবাসরত সকল শিশুর আবাসন।।

আমি গত ১০/০৬/২০১০ তারিখে উত্তরা থেকে সায়েদাবাদ যাওয়া উদ্যেশে রওনা হই সন্ধা ৬.৩০ মিনিটে কিন্তু সায়েদাবাদ গিয়ে পৌছাই ৮.৪৫মিনিটে এই সময়ের প্রতি আমার কোন অভিযোগ নেই কারন সেই সময় ছিল আমার কাছে মূ্ল্য হিন । বাড়ী যাবো আমাকে অফিস থেকে একদিনের ছুটি দেয় মানে ১২/০৬/১০ তারিখ রবিবার সকাল ৫.৩০ মি: রওনা হই ঢাকায় যদিও আমি ৮.৪৮ মি: সায়েদবাদ আসি তাও আমি আমার অফিসে আসতে বেজে যায় ১২.১৫ মি: আমাকে ডাকা হলো কতৃপক্ষ চলে গেল চাকরী এখন আমি বেকার । কারণ ছিল একমাত্র জ্যাম ..................................কবে ঢাকা শহরে জ্যাম থাকবে না কে এই সমাধান দিবে ? দয়াকরে যদি আপনারা কেউ সরকারের কোন লোক হয়ে থাকেন তা হলে সময় খাওয়ার এই জ্যাম নামক মেশিনটা বন্ধ করুন । যদি এভাবে চলতে থাকে তা হলে আগামী প্রজন্ম আপনাকে আমাকে কাউকে ক্ষমা করবে না । তা ছাড়া আপনার ছেলের-মেয়ের কথা চিন্তা করেন তারা কি করবে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।