আমাদের কথা খুঁজে নিন

   

আত্মহনন...( সংরক্ষিত এলাকা, জনসাধারণের প্রবেশ নিষেধ )

অন্ধদের রাজ্যতে এক চোখা মানুষটি রাজা এবং আমি সেই রাজা। জন্ম তোমার অযাচিতভাবে, আপেক্ষিক বর্ণিল পৃথিবী দ্রুত ধূসর হচ্ছে, দুর্বিষহ হচ্ছে তোমার জীবন ক্রমশ সময়ের অত্যাচারে, ক্ষুধা .... যৌনতা ... অর্থ ..... বিলাসিতা .... তোমার চোখের কালো পর্দা, প্রতিহিংসার বলয়ে তোমার কার্যক্রম ক্রমাগত প্রশ্নবিদ্ধ হচ্ছে, অসীম ছুটে চলা শুধুই এখানে, নেই অমরত্বের হাতছানি। সময়ের আবর্তনে জনক তুমি জানোয়ারের, অভাবের করাল গ্রাসে প্রতিনিয়ত অবক্ষয় তোমার সবার অগোচরে, আত্ম তৃপ্তির মরীচিকায় অস্থির তুমি, সান্নিধ্য তোমার অজান্তে বাধক্য ! ঘুমের ঘোরে দূরস্বপ্ন তোমার বিধাশ্রম, বিধাশ্রমের অবহেলিত, একাকীতে পরিসমাপ্তি তোমার জীবনের রবে না তুমি কারো মনে, নিখোঁজ তুমি ইতিহাসের পাতাতে, সৃষ্টি তোমার শূন্য হতে, সমাপ্তি তোমার শূন্যে। বৃথা জীবন বোধ হবে তখন, ক্রন্দন ছাড়া রবে না কিছুই তখন তোমার শুন্য কবরে, অত্যাচারের জগত, অত্যাচারিত তুমি, নশ্বর জগতে ক্ষীণ তুমি, অভিশপ্ত তুমি স্রষ্টার অভিশাপে, পাপিষ্ঠ তুমি যাত্রী নরকের, শীরবিদ্ধ তুমি অজস্র অভিশাপের, নিক্ষিপ্ত তুমি যন্ত্রণার অগ্নিকুণ্ডে। করো তুমি আত্মহনন এখনি এখনি এখনি, নেও তুমি অমরত্বের স্বাদ এখনি এখনি এখনি, আত্মউৎসর্গ করো তুমি অমরত্বের জন্যে, মুক্তি পাবে তুমি অভিশাপ থেকে, হবে তুমি নরপতি সকল বিসর্জিত অতৃপ্ত আত্মার, পাবে তুমি অসীম শক্তি, হবে তুমি অমর, আত্মহনন... আত্মহনন... আত্মহনন...

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।