আমাদের কথা খুঁজে নিন

   

আমেরিকার পুলিশের অপুর্ব মানবিক ব্যাবহার (সত্য ঘটনা)

আমেরিকার পুলিশের অপুর্ব মানবিক ব্যাবহার (সত্য ঘটনা)। গত ১৪ই নভেম্বর রাত ন'টা, আমেরিকার নিউইয়র্কের ম্যানহাটানের রাস্তায় কনকনে শীত। ফোরটি সেকেনড স্ট্রিটে কর্তব্যরত এনওয়াইপিডির (NYPD) পুলিশ লরেন্স ডি প্রম খেয়াল করলেন একজন লোক এই শীতে খালি পায়ে রাস্তায় বসে আছে। কাছে গিয়ে দেখেন একজন গৃহহীন লোক, পায়ে জুতো নেই। অথচ তিনি নিজে দুটো মোজা পায়ে দিয়েছেন।

তিনি নীরবে চলে গেলেন সেভেনথ স্ট্রীটে একটা জুতোর দোকানে। জুতার সাইজ ছিল ১২। দোকানী এত রাতে একজন পুলিশ অফিসারকে দেখে কর্মচারীদের জন্য প্রযোজ্য ডিসকাউন্ট দিয়ে ১০০ ডলারের জুতো ৭৫ ডলারেই ডি প্রমকে দিলেন। পুলিশ অফিসার লরেন্স ডি প্রম সেই জুতো জোড়া এনে সেই লোকটাকে দিলেন। লোকটা খুশি মনে সেই জুতোজোড়া পায়ে দিয়ে ধীর পায়ে দুরে অদৃশ্র হয়ে গেল।

ধন্যবাদটুকুও না দিয়ে। নামটা পর্যন্ত জানা হলনা। হয়ত দুনিয়ার কেউ এই ঘটনাটা জানতইনা, ভুলেই যেত। কিন্তু জেনিফার ফসটার নামে আরিজোনার একজন মহিলা এই জুতো পড়াবার দৃশ্যটা নিজ সেল ফোনে তুলে খবরটা NYPD কে জানালেন। তারপর তাদের অনুরোধে ছবিটা NYPD অফিসে পাঠিয়ে দিলেন।

NYPD সেই ছবিটা তাদের অফিসিয়াল ফেসবুকে তুলে দিল (উপরের ছবি)। ব্যাস হৈ চৈ বেধে গেল। এক দিনের মধ্যে ছবিটা ১৬ লাখ বার দেখা হল, পৌনে তিন লাখ লাইক পেল আর ১৬ হাজার কমেন্টস পেল। পুলিশ অফিসার লরেন্স ডি প্রম তো নায়ক বনে গেলেন। না তাকে আজ অবধি তাদের মন্ত্রী বা গভর্ণর কোন পদক বা সম্বর্ধনা দেননি।

সুত্র: নীচে দেখুন: http://www.msnbc.msn.com/id/50007300?  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.