আমাদের কথা খুঁজে নিন

   

থ্রী কমরেডস

বাস্তবতার ভার্শন ২.৭.১২ এ আছি। নিয়মিত আপডেট হচ্ছি। শেষ পর্যন্ত থ্রী কমরেডস বইটি সবার হাতে পৌছুনোর জন্য রকমারি ডট কম এর মাধ্যমে পাওয়ার ব্যবস্থা করা হলো। এরিখ মারিয়া রিমার্কের বিখ্যাত উপন্যাস, থ্রি কমরেডস বইটি যারা আগে পড়েছেন তারা জানেন কেমন শিহরন জাগানো এই বইটি। মনের ভেতর থেকে এক অন্যরকম আবেগের জন্ম দিতে পারতেন তিনি।

এই উপন্যাসটিও তার ব্যতিক্রম না। বাংলা ভাষায় এই বইটি খুব কমই অনুবাদ করা হয়েছে। যেগুলো আগে বাংলায় অনুবাদ করা হয়েছিলো, সেগুলোর মাঝে বেশিরভাগই বেশ আগোছালো এবং সুখপাঠ্য নয়। আদী প্রকাশন এর সাজিদ ভাই বইটিকে পাঠকদের কাছে সুন্দর সহজবোধ্যভাবে উপহার দিতে চাইলেন। জাবেদ সুলতান ভাই বইটির অনুবাদের দিকে বিশেষভাবে নজর দিলেন।

লেখালেখিতে তেমন ঝোক নেই। শখের বশে আর বন্ধুদের অনুরোধে বইটিতে তার কাজ করা। এত সুন্দর একটি উপন্যাস আর অনেকেই কিনা এই উপন্যাসটি থেকে বঞ্চিত হবেন, তাই হয় কি করে? যারা বইটি আগে পড়েননি, তারা এমন অসাধারণ একটি উপন্যাসকে নিজ ভাষায় পড়বার জন্য নিজের সংগ্রহে রাখতে ভুল করবেন না। 25% ডিসকাউন্টে বইটি ঘরে বসে পেতে চাইলে ঘুরে আসতে পারেন এই লিঙ্কটিতে। আর অর্ডার দিতে চাইলে মাত্র ত্রিশ টাকা হোম ডেলিভারী চার্জ দিয়ে সংগ্রহ করে রাখতে পারেন।

অথবা ফোনে অর্ডার করতে চাইলে সকাল নয়টা থেকে রাত দশটার মধ্যে 0184115115 বা 01519521971 নম্বরে সরাসরি ফোন করে অর্ডার করতে পারেন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.