আমাদের কথা খুঁজে নিন

   

এশিয়ান গেমসে ভারতের হয়ে মেয়েদের ৪০০ মিটার রিলে দৌড়ে সোনা পাওয়া পিংকি প্রামাণিক ছেলে না মেয়ে

২০০৬ সালে এশিয়ান গেমসে ভারতের হয়ে ৪০০ মিটার রিলে দৌড়ে সোনা জিতেছিলেন পিংকি প্রামাণিক। তাঁর বিরুদ্ধে আনা হয়েছিল ধর্ষণের অভিযোগ। লিঙ্গীয় পরিচয় গোপন করে তিনি মেয়ে হিসেবে পরিচিত হয়েছিলেন ক্রীড়াজগতে। কিন্তু এত দিন পর জানা গেল, ভারতীয় এই অ্যাথলেট আসলে ছেলে। তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগপত্রও দাখিল করেছে কলকাতা পুলিশ।

আজ সোমবার পিটিআইয়ের খবরে এ কথা বলা হয়। পিংকির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছিলেন তাঁরই সতীর্থ অনামিকা আচার্য। পিংকি যে আসলে একজন ছেলে, তা প্রথম শোনা গিয়েছিল তাঁর কাছ থেকেই। এর পরিপ্রেক্ষিতে গত ১৪ জুন গ্রেপ্তার করা হয় পিংকিকে। সে সময় তাঁর লিঙ্গীয় পরিচয় পরীক্ষা করার আদেশ দিয়েছিলেন আদালত।

কিন্তু বারাসাতের একটি ব্যক্তিমালিকানাধীন চিকিত্সাকেন্দ্র ও সরকারি হাসপাতালে পরীক্ষার পরও কোনো নিশ্চিত ফলাফলে পৌঁছানো যায়নি। দেশের স্বনামধন্য একজন অ্যাথলেটকে এভাবে হয়রানি করায় সমালোচনার মুখেও পড়তে হয়েছিল রাজ্য সরকারকে। পরবর্তী সময়ে হায়দরাবাদের একটি হাসপাতালে সফলভাবে শেষ হয় পিংকি প্রামাণিকের লিঙ্গীয় পরীক্ষা। পিংকি যে আসলে ছেলে, সেটা এই পরীক্ষা থেকে প্রমাণিত হয়েছে বলে জানিয়েছে কলকাতা পুলিশ। সুত্র: প্রথমআলো।

 ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.