আমাদের কথা খুঁজে নিন

   

যুক্তরাষ্ট্রে সৈয়দ ইশতিয়াক আহমেদের(HTI গ্রুপের উদ্যোক্তা)সাফল্য

জীবনের মুহূর্তগুলো ভালবাসার স্পর্শে রঞ্জিত হোক,জীবনের মুহূর্তগুলো স্বাধীনতার স্পর্শে মুখরিত হোক ** যুক্ত্রারাষ্ট্রে ফুল ব্রাইট স্কলারশীপ পাওয়া তরুনদের মধ্যে একজন সৈয়দ ইশতিয়াক আহমেদ। প্রতিবছর ব্যুরো অফ এডুকেশনাল এন্ড কালচারেল এফেয়ার(ই.সি.এ.) অফ দা ইউ.এস. ডিপার্টমেন্ট অফ ষ্টেট হতে ফুলব্রাইট স্কলারশিপ দেওয়া হয়। ব্যক্তিগত গবেষণাধর্মি গ্রুপ এইচ.টি.আই [হিউম্যান টেকনোলজি ইন্টারেকশন]এর উল্লেখযোগ্য অবদানের জন্য তিনি বহুকাংক্ষিত ইন্টারন্যাশনাল ফুলব্রাইট স্কলারশিপ “সাইন্স এন্ড টেকনলজি এওয়ার্ড ২০১০-২০১১ “ পেয়েছিলেন । বাংলাদেশে ওপেন স্ট্রীট ম্যাপের উদ্যোক্তা ও রিসার্চ গ্রুপ “হিউম্যান টেকনলজ়ী ইন্টারেকশন” এর উদ্যোক্তা সৈয়দ ইশতিয়াক আহমেদ। তিনি বুয়েটের কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ছাত্র ও শিক্ষক ছিলেন ।

বর্তমানে তিনি নিউইয়র্কে অবস্থিত কর্নেল ইউনিভার্সিটিতে ইনফোরমেশন সাইন্সে মাষ্টারস করে ইন্টারেকটিভ ডিজাইন ল্যাবে পি.এইচ.ডি করছেন। তিনি নভেম্ব্রর ২০১১ এএমআইএ ফল সিম্পোসিয়ামে ইন্টারেক্টিভ সিসটেম ইন হেলথকেয়ার ওয়ারকশপে তার “বার্থ রেকর্ড কমিনিকেটরঃ এ পাথওয়ে টু অটোমেটেড হেলথ ডাটা একিউসিশন সিস্টেম” পেপেরটি উপস্থাপনা করেন। এছাড়াও ২০১২ তে মে মাসে আমেরিকার টেক্সাসের বোস্টনে অনুষ্ঠিতব্য “এডূকেশনাল ইন্টারফেস সফটওয়ার এন্ড টেকনলজ়ী”তে একমাত্র বাংলাদেশী যিনি অরগানাইজার হিসেবে রয়েছেন । এটি “কম্পিউটার হিউমেন ইন্টারেকশন” (সিএইচআই) ২০১২ এর সাথে সংযুক্ত হয়ে ই,এ,এস,টি তাদের ৩য় কর্মশালা আয়োজন করেছিল। Click This Link “এডূকেশনাল ইন্টারফেস সফটওয়ার টেকনলজ়ী” এ সেমিনারের মাধ্যমে মোবাইল ইন্টারেকশন , ক্লাউড কম্পিউটিং, নেচারেল ইউসার ইন্টারফেস আর গেসচারেল ইন্টারফেস যেমন নিনটেনদো অয়ি, মাইক্রোফট কাইনেক্ট এর মত প্রাকটিক্যাল নতুন টেকনোলজি গুলি ছাত্রদের কাছে পরিষ্কারভাবে তুলে ধরেছিল যেন পরবর্তিতে তারা নিজেরাই বাসায় নিজে নিজে শিখতে পারে ও কাজ করতে পারে ।

এ সেমিনারের অরগানাইজারদের মধ্যে সৈয়দ ইশতিয়াক আহমেদ সবচেয়ে নবীন। এছাড়াও অরগানাইজার হিসেবে আছেন স্মার্ট টিকনলজির এডওয়াড টিএসই, ইউনিয়ন কাউন্টি পাবলিক স্কুলের লিয়েন ভি মারেনটি, ইউনিভারসিটি অফ ওয়াশিংটনের এলেক্স থায়ের, টেকনিসচ ইউনিভারসিটেট ডারমস্তেদ এর জচেন হুবার ও মক্স মুহলহাসার, ইউনিভারসিটি অফ সেন্ট্রাল ফ্লোরিডার সি জাং জান কিম, বোওয়ি স্টেট ইউনিভারসিটির কিউন্সি ব্রাউন। ইমাজিন কাপে তার হ্যাপ প্রজেক্টি বেশ উল্লেখযোগ্যভাবে জনপ্রিয়। http://www.youtube.com/watch?v=75YXaotgN4k । গত বছর জুলাইতে “স্পন্দন বি ইন্টারপ্রিয়িয়নশিপ কনটেস্ট “ এ চ্যাম্পিয়ন টিম এপিকেলিপটিক টিমের মোবিএড প্রজেক্টটির সক্রিয় সদস্য ছিলেন সৈয়দ ইশতিয়াক আহমেদ।

বাকিরা ছিলেন বুয়েটের সাজেদুর রহমান,আসিফ সেতু, সৈকত । http://spaandanb.org/ec2011/result.php ওপেন স্ট্রীট ম্যাপকে বাংলাদেশে প্লট করার উদ্যোক্তা তিনিই। স্পেনে আয়োজিত দা ষ্টেট অফ দা ম্যাপ(এস.ও.টি.এম.) কনফারেন্স ২০১০ এ ওপেনস্ট্রিটম্যাপ ট্রাভেল স্কলারশিপ প্রথম বাংলাদেশি হিসেবে তিনিই অংশগ্রহণ করেন। Click This Link সৈয়দ ইশতিয়াক আহমেদ অটিস্টিক বাচ্চাদের নিয়ে বেশ কিছু কাজ করেছেন। মোহাম্মদপুরে অবস্থিত অটিসম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সাথে তিনি ও তার গ্রুপ হিউম্যান টেকনোলজি ইন্টারেকশন বেশ কিছু কাজ করেছে।

হিউম্যান টেকনোলজি ইন্টারেকশন এর প্রথম কাজটা শুরু হয় এম.আই.টি. মিডিয়া ল্যাবের একজন পি.এইচ.ডি স্টুডেন্ট এর সাথে| তার কাজের এক্সটেনশণ ছিল যে অটিস্টিক বাচ্চাদের স্পিচ ডেভলপমেন্ট এর জন্য কম্পিউটার গেম তৈরি করা যায়। মালয়শিয়ায় মার্চ ২০১১ এ অনুষ্ঠিত IEEE সিম্পোজিয়ামে তার “এ-ক্লাসঃইন্টিলিজেন্ট ক্লাসরুম সফটওয়ার ফর দা অটিস্টিক চিলড্রেন“ প্রজেক্টটি“ পেপারটি বেশ আলোচিত ছিল। আরেকটি উল্লেখযোগ্য পেপার “এ কম্পিউটার গেম বেসড এপ্রচ ফর ইনক্রিসিং ফ্লুয়েন্সি ইন দা স্পীচ অফ দা অটিস্টিক চিলড্রেন“। এছাড়া তিনি এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির কয়েকজন শিক্ষার্থীর সাথে “মোবাইল ফোন বেসড এপ্রচ ফর মাইক্রোক্রেডিট ইন রুরাল বাংলাদেশ“ প্রজেক্টটিতে ক্ষুদ্রঋণ কর্মসূচিকে সমাধান দেয়ার চেষ্টা করছেন। “স্মার্ট ব্ল্যাড ব্যাংক কুয়েরি :“এ নভেল মোবাইল ফোন বেসড প্রাইভেসি- এওয়ার ব্লাড ডোনার রিক্রুটমেন্ট এন্ড ম্যানেজমেন্ট সিস্টেম ফর ডেভলপিং রিজিয়নস“ ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে সেকেন্ড প্রাইজ পেয়েছিল।

সৈয়দ ইশতিয়াক আহমেদের ওয়েবসাইট : http://kallol.echoz.com/ , HTI এর ওয়েবসাইট : http://htibd.org/, http://idl.cornell.edu/welcome/people/ http://cornell.academia.edu/SyedIshtiaqueAhmed সৈয়দ ইশতিয়াক আহমেদকে নিয়ে লেখা আগের এই সাক্ষাৎকারটিও পড়ুন। বাংলাদেশে ওপেন স্ট্রীট ম্যাপের উদ্যোক্তা সৈয়দ ইশতিয়াক আহমেদ  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.