আমাদের কথা খুঁজে নিন

   

পুলিশে ভয়ানক শিবির আতংক

I am a man with too many dreams; I know all of them could not come to the light but my process are continuous. গত ৫ ও ৬ তারিখে পুলিশের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ব্যাপক সংঘর্ষে সারা দেশে বাংলাদেশ পুলিশের সদস্যরা গণধোলাই + রামধোলাই খাওয়ার পর থেকে পুলিশের মধ্যে ভয়ংকর শিবির আতংক বিরাজ করছে । গত ৮ তারিখ রাতে আমি একটি জিডি এন্টি করার উদ্দেশে সিলেটের জালালাবাদ থানায় যাই । সেখানে কর্তব্যরত কর্মকর্তার কষ্কে অপেক্ষমান থাকা অবস্থায় এক কর্মকর্তাকে আরেক কর্মকর্তার কাছে বলতে শুনি "জামায়াত শিবিরের নাম শুনলেই এখন ভয় করে । কতোয়ালীর সেকন্ড অফিসার আশরাফরে আমাদের চোখের সামনে কি মাইরটা না দিছে ! একেবারে পিটাইয়া দাঁত ফালাই দিছে আরে ভাই সত্যি দাঁত ফালাই দিছে । ভয়ে আর আতংকে আমরা কেউ ওরে উদ্ধার করি নাই ।

পরে জিন্দাবাজার সোনালী ব্যংকে ডুকে জান বাঁচাইছে "। আরেকজন বলে উঠল "ভাই যারা পুলিশের অস্র কাড়ি নিয়া পুলিশ পিটাইছে তাগো সম্পর্কে বলার কিছু নাই । যারা জেলজুলুম মাইরধর মরা বাঁচার কথা চিন্তা করেনা তাদেরকে ভয় করারই কথা" । এমন সময় একজনের ফোন আসে কলার সম্ভবত ওনার ব্যাচমেট । ঐ পাশে কি বলছে জানিনা তবে এই পাশের জন বলছে "আরে ভাই তুই আপন জান বাঁচাইয়া চলিস মাদারচুদরা (রাজনীতিবিদরা) ক্ষমতায় যাওয়ার ও তা রক্ষার জন্য যতসব আকাম কুকাম করব আর আমরা মরমু নাকি ? আমাদেরত বৌ বাচ্ছা আছে "! অতঃপর রাজনীতিবিদদের উদ্দেশ্য করে উভয়ের মাঝে ব্যাপক খিস্তিখেউর চলে বিশেষ করে বর্তমান সরকার ও সরকারের বর্তমান ও সাবেক স্বরাষ্ট্র মন্ত্রীদ্ধয়কে নিয়ে, যা উল্লেখ করার মত না ।

ইতোমধ্যে কষ্কে আরো দুইজন কর্মকর্তা উপস্থিত হন এবং সবাই পারস্পরিক খোশগল্পে মেতে উঠেন । যার অধিকাংশই ছিল পুলিশে চাকরির সুখ দুঃখ নিয়ে । এদিকে আমার কাজ শেষ হলে আমি থানা থেকে বেরিয়ে আসি । আর মহান আল্লাহর কাছে দোয়া করি হে আল্লাহ আগামী দিনগুলোতে তুমি ইসলামী আন্দোনকে ও এর কর্মীদের হেফাজত কর আর সকল পুলিশকেও হেফাজত কর কেননা ওরাও মানুষ ওদেরও আছে পরিবার পরিছন আছে সুখ দুঃখ আর কষ্টের অনুভূতি । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.