আমাদের কথা খুঁজে নিন

   

হুজুর দের কি মন বলতে কিছু নাই ! আঠারো প্লাস ( একটি সত্য ঘটনা অবলম্বনে লেখা)

প্রায় দুই বৎসর আগের কথা। আমার এক দুঃসম্পর্কের মামা আছে। মামার একটি মাল্টি মিডিয়ার দোকান আছে। সেখানে শুধু কম্পিউটারের মাদ্ধমে মোবাইল ফোনে গান লোড দেওয়া হয়। মামার দোকানে খুব একটা কাস্টমার আসতো না।

শুধু গান লোড এর জন্য খুব বেশি কাস্টমার আসেও না। তাই সারাদিন আমরা বন্ধুরা মামার দোকানে বসে কম্পিউটারে এইজ অব এম্পেয়ের গেম খেলতাম। তখন রমজান মাস। ঈদ এর আর মাত্র ৭দিন বাকি। আমি বিকাল বেলা দোকানে একাই বসে বসে গেম খেলায় বেস্ত।

ঠিক সেই মুহূর্তে আমাদের পার্শ্ববর্তী এলাকার এক হুজুর দরজায় দাড়িয়ে। ( ভাব খানা এমন যেন এই ঘরে ঢুকাও পাপ) হুজুর দরজা থেকেই আমাকে জিগায় যে এই দোকানের যে মালিক সে কোথায়। আমি বললাম, মামা আমকে বসিয়ে বাইরে গেছে। আসতে দেরি হবে। আপনার সময় থাকলে বসে অপেক্ষা করতে পারেন।

অনেক ঘৃণা এবং অসস্থি নিয়া সে দোকানে বসলো। ( পড়ে বুঝতে পাড়ছিলাম, এইসব অসস্থি তার ভং ছিল) বসার পর আমাকে বলল দোকানদার তোমার কেমন মামা। আমি বললাম পরিচিত, বয়সে অনেক বড় তাই মামা ডাকি। তবে খুব ভালো সম্পর্ক। তারপর হুজুর আমাকে বলে, এই দোকানে কি ধরনের গান আছে, এইখানে কি হামদ, নাথ পাওয়া যায়? আমি বললাম জি পাওয়া যায়।

তখন সে আমাকে এমন একটা অপরিচিত হামদ তার মোবাইলে লোড দেওয়ার কথা বলল, যেই হামদ টা আমি কখনো শুনি নাই। তাই খুজেও পেলাম না। এইবার সে আমারে বলল তাহলে আমারে একটা ওয়াজ দেও। এইবারও আমি ফেইল মারলাম। কারন কম্পিউটারে অনেক জনপ্রিয় ওয়াজ থাকা সত্ত্বেও তার চাওয়া আমি পুরন করতে পারলাম না! মনে মনে অনেক রাগ হইলাম।

কিন্তু হুজুর দেইখা কিছু কইতে পারিনাই। হুজুর তখন আমারে কয় তোমাদের দোকানে তো ভালো কিছুই রাখো না। ( তখন আমার মেজাজ আরও খারাপ হইলো। প্রথম কারন তার চাহিদা ২য় কারন আমার গেম খেলায় বিঘ্ন ঘটতাছে। ) আমি বললাম আমরা এইসব খুব বেশি রাখিনা, এইসব বেশি চলেনা।

তখন সে জিগায় তাইলে তোমরা কি রাখো? আমি বললাম নানা রকম সিনামার গান, হিন্দি গান, বাংলা আধুনিক গান, ইত্যাদি। তখন হুজুর বলে পুরাতন বাংলা ছবির সামাজিক গান আছে? আমি মনে মনে কই সালার বেটা হুজুর কয় কি? তাইতো বলি তার চাহিদা আমি কেন মিটাইতে পারিনা! তখন আমি হুজুর কে একটু সাহস নিয়া কইলাম, এই কথা আগে কইলেই পারতেন। সময় টা নষ্ট হইত না। এইখানে তো সরমের কিছু নাই! কিন্তু হায়! একি ব্যাপার! আমি এইবারও তার চাহিদা মিটাই তে চরম ভাবে ব্যর্থ! কারন সে যে গান চায় তা আমি কস্মিন কালেও শুনি নাই! তখন আমার মেজাজ চরমে। তাই বললাম, হুজুর কিছু মনে কইরেন্না।

আপনি কি সত্যিই গান লোড করতে আসছেন নাকি ফাইজলামি করতে আসছেন? আপনি এই গান কই শুনছেন? এই গান এখনো পয়দা হয়নাই। আপনি কি চান বলুন তো? আপনি কি কুনো কাজে এসেছেন, নাকি অন্য কিছু চান? তখন হুজুর আমাকে বলে রাগ কর কেন? আমি বললাম রাগ করতাছিনা। আপনার আর কিছু বলার থাকলে বলেন আর না থাকলে মামা আসলে পড়ে আসেন। তখন সে আর একটু ক্লোজ হইয়া মাথার টুপি টা পকেটে ঢুকাইয়া আমারে ফিস ফিস কইরা বলে ্তুমার কম্পিউটারে এক্স আছে। আমিতো শুইনা অবাক! হুজুর কয় কি! আমি এক বাক্যে বলে দিলাম, নাই।

আর মনে মনে কই এতো প্যাঁচানোর দরকার ছিলোনা। আগে ভাগে বলে দিলেই আমার গেম খেলার বেঘাদ হইত না! ( একটা সত্য ঘটনা অবলম্বনে গল্পটি লেখা) ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।