আমাদের কথা খুঁজে নিন

   

ইচ্ছে-ঘুড়ি-নাটাই…নীলাঞ্জনা নীলা

আনন্দবতী মেয়ে আমি হাওয়ায় উড়াই চুল,চোখের ভেতর ছলাৎ ছলাৎ মনের ভেতর নীল ঘাসফুল তুমি যে কাকে ডাকো , কখন কাকে দূরে সরাও ইচ্ছে হলেই তাকে ডোবাও , আবার কখন ভাসিয়ে দাও বুঝিনা কিছুই--- কখন যে মেঘ হয়ে যাও কখন যে বৃষ্টি ঝরাও বন্যা হয়ে দু’ কূল ছাপাও চোখের জলে ভিঁজিয়ে দাও বুঝিনা তোমায়--- কি যে চাও , আর কি-ই-বা পাও কিসের যে হিসেব মেলাও রাত্রি-দিন এক করেও বুঝিনা আমি কিছুতেই তোমায় । এন্টিগোনিশ , কানাডা ২৭ এপ্রিল , ২০১২ ইং ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।