আমাদের কথা খুঁজে নিন

   

বর্ণচোরা

বর্ণচোরা পৃথিবীর বুকে বর্ণহীন হয়ে থাকাটাই- কখনো- মনে হয় উত্তম, উত্তম সুচিত্রার সাদাকালো সেই প্রিন্টের সেলুলয়েডের এই, ধূমায়িত ফিতার-জগতের ফাঁকে ধুলো হয়ে জমে, থাকার-এক অদ্ভুত আকুতিতে। প্রতিটা মুহুরতেই যেন-বর্ণগুলো হয়ে যাচ্ছে –চুরি ধরা যাচ্ছে না কিছুতেই,উকিঝুকি, ঐ- জটপাকা সময়ের খেলা।খেলার মাঠে প্রকাণ্ড কোন মঠে,নিভৃতে নিয়তির শূন্য খাদের আবেগময় জমাট বাঁধে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।