আমাদের কথা খুঁজে নিন

   

বর্ণচোরা



কবিতাটি Me Colored নামক কবিতার বঙ্গানুবাদের চেষ্টা মাত্র। আমি বর্নচোরা ? যখন আমি মায়ের উদর থেকে ভূমিষ্ট হই, থখন আমি কালো যখন আমি পৃথীবির আলো বাতাসে বেড়ে উঠি, তখন আমি কালো যখন আমি খেলার ছলে রোদে জলে লুটোপুটি খাই, তখন আমি কালো যখন জুঁজুঁর ভয়ে আমার পিলে চমকে যায় তখনও আমি কালো যখন রোগ শোকে ও যন্ত্রনায় কাতরাই তখনও আমি কালো এবং যখন এ ধরার মায়া সাঙ্গ করে আমি পরপারে পাড়ি জমাই, তখনও আমি কালো ... ... ... ... এবং তুমি আমার প্রিয় শেতাঙ্গ বন্ধু ------------------- তুমি যখন এ ধরার আলো চোখে দেখ, তখন তুমি গোলাপী যখণ তুমি পৃথীতিতে নিজেকে বড় ভেবে বেড়ে ওঠ তখন তুমি সাদা যখন প্রয়োজনে রোদে বের হও তখন তুমি লাল যখন শীতের রাতে তুমি তখন তুমি ঠান্ডায় নীল ভয় পেয়ে তুমি হয়ে যাও হলুদ আর রোগে শোকে তুমি হয়ে যাও সবুজ আর যেদিন তুমি এ পৃথীবি থেকে বিদায় নাও সেদিন তুমি ধুসর এবং বন্ধু তুমিই আমাকে বলো আমি বর্ণচোরা !!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।