আমাদের কথা খুঁজে নিন

   

দ্যা আম্যাইজিং স্পাইডারম্যান ইন থ্রিডি

তুমি যদি প্রতিটি দিন এটা ভেবে পার কর যে আজই তোমার জীবনের শেষ দিন, তাহলে একদিন তুমি সত্যি সঠিক হবে। স্পাইডারম্যান মুভিটা থ্রিডিতে দেখলাম স্টার সিনেপ্লেক্সে !! এবং এটা ছিল আমার জন্য একটা দারুণ অভিজ্ঞতা !! প্রথমে ভেবেছিলাম এটা হবে আইম্যাক্স থ্রিডি কিন্তু পরে দেখি এটা সাধারণ থ্রিডি এবং টিকেট মুল্যও খুব কম ৩০০ টাকা রেগুলার এবং ৩৫০ টাকা প্রিমিয়াম। আমি একটা প্রিমিয়াম টিকেট কেটেছিলাম !! আইম্যাক্স থ্রিডি হলে টিকেট মূল্য হত ২০০০ টাকার কিছু কম বা বেশি !! আইম্যাক্স থ্রিডি না হওয়া সত্ত্বেও মুভি দেখার অভিজ্ঞতা এক কথায় অসাধারণ !! কারণ এতে রয়েছে Marc Webb এর মাস্টারপিস ডিরেকশন, Andrew Garfield অসাধারণ অভিনয়, চোখ ধাধানো থ্রিডি গ্রাফিক্স আর মন জুড়ানো থ্রিডি সাউন্ড ইফেক্ট এককথায় ফুল প্যাক অফ এন্টারটেইনমেন্ট !! পুরো মুভি শুট করা হয়েছে RED Epic camera দিয়ে লোকেশন ছিল Los Angeles এবং New York City !! সর্বকালের সর্বোচ্চ আয়ের দিক থেকে এই মুভি রয়েছে ৪৩ নাম্বারে এবং এই বছরের আয়ের দিকে রয়েছে ৪ নাম্বারে !! ২মে, ২০১৪ এই মুভির পরবর্তী সিক্যুয়ার বের হওয়ার কথা রয়েছে এবং ডিরেক্টর এর চেয়ারে Marc Webb ই থাকছেন আর লিডিং হিরো Andrew Garfield !!  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.