আমাদের কথা খুঁজে নিন

   

আমার কাছে খবরটি বড় নয়।

বড় হচ্ছে এই ছবিটা। এদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। এখনো অভিযোগটির সত্যতা নির্ণয় করা হয়নি। তাছাড়া এই ধরণের অভিযুক্তদের কোন কথা জনগণ জানতে পারে না। জানতে পারে এক তরফাভাবে পুলিশের কথা। পুলিশ এক তরফাভাবে বলেই যায় অভিযুক্তদের দুষ্কর্মের কথা। এ কেমন ধরণের চরিত্র হরণ? কেউ কি ভেবে দেখেছেন এদের সন্তানরা কিভাবে সমাজে মুখ দেখাবে? এদের আত্মীয় স্বজন হয়তো এদের উন্নত চরিত্র নিয়ে গর্ব করতো! হয়তো পুলিশের সকল অভিযোগ মিথ্যা প্রমানিত হতে পারে! কিন্তু এই যে অভিযোগ প্রমানিত হওয়ার আগেই বুকে অপরাধির পট্টি লাগিয়ে ছবি তোলা এবং তা মিডিয়ায় প্রকাশ করা কতটুকু যুক্তিসঙ্গত? বিনা প্রমাণে, অভিযোগ প্রমাণ হওয়ার পূর্বে এই চরিত্র হরণের জন্য পুলিশ যে অপরাধের কাজটি করলো, এর বিচার কে করবে?  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.