আমাদের কথা খুঁজে নিন

   

অস্থিরতার অকুস্থলে

কবি নয় অ-কবি অস্থিরতায় ভুগছে জীবন – আমার এই বেহিসেবী জীবনযাপনে, প্রতিটি ক্ষণে, চিরসবুজ এই মনে অস্থিরতার ঝড়ো হাওয়া যেন বইছে কেবল। জীবনের প্রতিটি পদে পদে মুখর প্রতিবাদে, আমার সকল সাধে অস্থিরতা এতোটা ভোগাবে আমি ভাবিনি কখনো। আমার জীবনেও এলো বুঝি সেই আকালের কাল – শুনেছি, দেখেছি যদিও ভাসিনি সে জলে। জীবনের সব কর্তব্য ভুলে, নিদারুণ অস্থিরতার অকুস্থলে আমি কার ইশারায় হলাম অন্যমন। শীতের শেষে পাতা ঝরা বৃক্ষ যেমন দূরে দাঁড়িয়ে আছে ঠায় নির্বিকার – সব পাতা ঝরে গেছে তাকে শূন্য করে দিয়ে, তবুও যেন তার আক্ষেপ নেই কোনো; একাকী, নিঃসঙ্গ, অথচ কি স্থির। বড় একা আমি নিঃসঙ্গ ঐ বৃক্ষের মতো, কিন্তু আমার কেন স্থিরতা নেই কোনো? কেন অস্থিরতায় কাটে দিবস ও তৃষিত তিমিরের সারাবেলা? স্থিরতা, কবে তুমি আসবে বলো তো!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.