আমাদের কথা খুঁজে নিন

   

অস্থিরতার একখণ্ড ছন্দ স্ফুলিঙ্গ

ব্লগে আসার বা থাকার কোন কারন খুজে পাই না,তবু পুরনো টানে বার বার আসি সামুতে সঙ্গমহীন স্পর্শ-অন্তিম স্বর্গীয় সুখ ভালবাসার প্রতিদান ভালবাসায় প্রতিটা স্পর্শ,অহর্নিশ অনুভূতি,সুতীব্র। ফাটল ধরে যায় বিশ্বাসের দেয়ালে; তোমার আগমনে তৈরি হয় নতুন দেয়াল। আমার সত্ত্বা,আমার অস্তিত্ব তোমার অনুসঙ্গ চায় সারাক্ষণ সুদূর তারকালোকের অজস্র নক্ষত্র এনে দিলেও শোধ হবে না কখনও পাশে চাই তোমাকে চাই,এখনো। আমি চাইনা প্রতিদান চাইনা অমোঘ সঙ্গম সুখ চাই শুধু তোমার স্পর্শ,তোমার নিস্পাপ মুখ, যা এনে দিবে,আমায়,অন্তিম স্বর্গীয় সুখ। অরুর কাছে চিঠি আচ্ছা অরু, তোমাদের কি কখনও কাঁদতে হয়? কষ্ট পেতে হয়? জানো অরু, আমার না অনেক কাঁদতে হয়।

তুমি রাত্রির ঐ কাল আধারকে জিজ্ঞেস কর ওদের দিকে তাকিয়ে কত জল ফেলেছি তোমাদের কি ভালবেসে কষ্ট পেতে হয়? অনেক কষ্ট? শ্বাসবন্ধ করা কষ্ট? ও বলল,আমাদের নাকি ভুলে যেতে হয়। আমি খুব একা হয়ে গেছি ছুটি হয়ে যাওয়া আমার হোস্টেলের মত। আমি আর বাড়ি যাব না। কেন জান? মা বলেছে, রক্ত নুন জল দিয়ে তিনি নাকি একটা ইতর পুষেছেন। আজ এটুকুই মুঠোফোনে কে এক বারতা পাঠিয়েছে? আমার বন্ধু হবে? আচ্ছা সেও কি আমায় ভুলে যাবে? আমাদের যে আবার ভুলে যেতে হয় ভালো থেক অরু।

BOND OF LOVE She is still there with her bond of love- In my heart, soul and mind She was there when I needed, when I did not…… She was all of me- My inspiration to five source of eternal search For success, pursuing all dreams All sprinkles around me vibrant But in a lonely quiet moment Remembrance finds its way to me, nostalgia….. Colourful passionate; some precious quankes and Tremors in the heart and mind She was with me, my friend forever Best company gone from my life My world, living world, to the heaven- one year ago, on this very day She is here, in the graveyard, amidst bushes Lonely, happily lying in heavenly pleasure Leaving me helpless She is still in my heart- With her bond of love. ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.