আমাদের কথা খুঁজে নিন

   

বৃষ্টি ঝরুক; অভিমানের লিরিক

তোকে দেখিনা, কতো হাজার বছর হয়ে গেলো... একটি ভেজা পাখি বৃষ্টি হয়ে এসে পড়েছিলো আকাশে। সে বৃষ্টির জলে আকাশও হারিয়ে ফেলেছিলো আপন অস্তিত্ব। বৃষ্টির জলে মিশে মিশে আকাশও বৃষ্টি হয়ে গিয়েছিলো... বৃষ্টি হয়ে যাওয়া আকাশ ভেঙে পড়েছিলো কারো মাথায়। মাথায় পড়া বৃষ্টি-আকাশ-জল ভিজিয়ে দিয়ে গেলো চোখের পাতা... হঠাত ভিজে যাওয়া চোখ অভিমানে কেদে উঠে... ভিজছে ভিজুক চোখের পাতা দৃষ্টিজুড়ে বৃষ্টি ঝরুক খুব, হেরে যাওয়ার দু:খ কথা মুখটা বুজে থাকুক চুপ। মন দেয়ালে পাখনা মেলে যেই পাখিটা যায় উড়ে, সেই পাখিটা হোক বিজয়ী মন ভোলানো মিষ্টি সূরে। হাজার আকাশ ছুঁয়ে দেখার ইচ্ছেটা যার খুবই বড়, সেই মানুষের বারান্দাতে আকাশ সবই হোক না জড়ো। যাক হারিয়ে জীবন থেকে ঝুটি তোলা কাকাতুয়া, যাক ভুলে যাক হৃদয় সবার গরম শ্বাসের নরম ছোঁয়া। জোয়ার ভাটার নদীর তীরে প্রিয়জনের জাহাজ ভিড়ুক, ভিজছে ভিজুক চোখের পাতা আজ দৃষ্টিজুড়ে বৃষ্টি ঝরুক।  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.