আমাদের কথা খুঁজে নিন

   

আঁখি জল

স্বপ্নবাজ। একটা রাতের রংধনুর স্বপ্ন দেখি...। -কিঙ্কর আহ্সান আঁখি জল -কিঙ্কর আহ্সান ফের, পাতার সবুজে লেগেছে হলুদ ছায়া পায়ের তলায় ভেঙেছে শিশির ! সন্ধ্যের রোদ পড়িয়েছে মুকুট ঘাসে, স্রোতভরা জলে ছেড়ে পদছাপ, তারা আসে। নদী ভরা জল, রাতের আঁচল, সে কোন পাহাড় ওঠে ভেসে ঐ এলোমেলো আকাশে। নীল জল সাদা, মিশে হয় কাঁদা, আধো আধো এই মায়া, ঘণ বরিষনে বসন্ত করে ছল- শতদল আজ তাকিয়ে শুধু হাসে। যে কিশোরী কেঁদেছে বসে ঘাটের পাশে, বিধাতাকে গিয়ে বল- কচু পাতার বুক ছুয়েছে আজ কিশোরীর আঁখিজল।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।