আমাদের কথা খুঁজে নিন

   

শিক্ষকের মর্যদা

আমি স্বপ্ন দেখব বলে দুচোখ পেতেছি--- ডঃমুহাম্মদ শহীদুল্লাহ বলেছেন , "যেদেশে গুণীদের কদর নেই, সেইদেশে গুণী জন্মাতে পারে না। " আসুন দেখি আমাদের দেশে গুণীদের কদরের নমুণা দেখি। ঘটনা -১ জুতার মালা পরালেন আ. লীগ নেতা। যোগ্যতার বলে বিদ্যালয়ের অফিস সহকারী পদে নিয়োগ না পাওয়ায় বরিশালের উজিরপুর উপজেলার এক স্কুলশিক্ষকের গলায় জুতার মালা দিলেন স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিটন পাণ্ডে। আজ শনিবার সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

এ সময় দলবল নিয়ে ওই শিক্ষককে মারধর করা হয় বলেও অভিযোগ পাওয়া গেছে। ঘটনার প্রতিবাদে বিদ্যালয়ের শিক্ষার্থীরা পরীক্ষা ও ক্লাস বর্জন করে দোষীদের বিচারের দাবিতে বিক্ষোভ করেছে। এলাকাবাসী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উজিরপুর উপজেলার ওই স্কুলে অফিস সহকারী পদে গতকাল শুক্রবার বরিশাল জেলা স্কুলে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। একটি পদের জন্য ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ওই পদে হারতা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিটন পাণ্ডে প্রার্থী হিসেবে অংশ নেন।

কিন্তু নিয়োগ প্রদানকারী ডিজির প্রতিনিধি জেলা স্কুলের প্রধান শিক্ষক সাবিনা ইয়াসমিন রতন রায় নামের একজনকে নিয়োগ প্রদান করেন। পরীক্ষায় লিটন পাণ্ডে ১৫ জনের মধ্যে ১৫তম হন। নিয়োগ না পেয়ে লিটন পাণ্ডে ওই স্কুলের প্রধান শিক্ষককে লাঞ্ছিত করেন। লাঞ্ছিত ওই শিক্ষক অভিযোগ করে জানান, শনিবার সকাল ১০টায় লিটন পাণ্ডে দলবল নিয়ে স্কুলে হানা দেন। এরপর শিক্ষার্থী, শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতি চিত্ত রঞ্জন বড়ালের সামনেই তাঁকে মারধর করেন এবং জুতার মালা গলায় ঝুলিয়ে দেন।

এ সময় বিদ্যালয়ের অন্য শিক্ষক-কর্মচারীরা তাঁকে রক্ষা করেন। এ ব্যাপারে অভিযুক্ত লিটন পাণ্ডের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মুঠোফোনে বলেন, 'পরীক্ষা দিয়ে বের হওয়ার পর প্রধান শিক্ষক আমাকে বলেন_তুমি পরীক্ষা দিয়েছ, এ জন্য ধন্যবাদ। ফেল করেছ, সে জন্য দুঃখ প্রকাশ করছি। এরপর সকালে স্কুলে গিয়ে দেখি প্রধান শিক্ষক লুঙ্গি পরে স্কুলে আসছেন। এ দেখে আমি প্রশ্ন করেছি, আপনি লুঙ্গি পরে স্কুলে এসেছেন কেন? আমার সঙ্গে বাগবিতণ্ডার একপর্যায়ে আমি জুতার মালা গলায় পরিয়ে দিয়েছি।

' এ বিষয়ে স্কুলের সভাপতি চিত্ত বড়াল বলেন, 'আমার সামনেই প্রধান শিক্ষককে জুতার মালা পরিয়ে দিয়েছে। এর কোনো সুরাহা না হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ' স্থানীয় ইউপি চেয়ারম্যান হরেন রায় বলেন, 'ঘটনাটি আমরা শুনেছি এবং এ ঘটনায় ধিক্কার জানাই। এলাকার চেয়ারম্যান হিসেবে বিষয়টি মীমাংসার চেষ্টা করছি। ' উজিরপুর থানার ওসি মো. আনোয়ার হোসেন বলেন, 'এ বিষয়ে আমাদের কাছে কেউ অভিযোগ করেনি।

তবে বিষয়টি খোঁজ নিয়ে দেখছি। ঘটনা -২ শ্রেণীকক্ষে শিক্ষিকাকে পেটালেন পরিচালনা কমিটির সদস্যরা নড়াইলের লোহাগড়া উপজেলায় শ্রেণীকক্ষে ঢুকে একজন শিক্ষিকাকে লাঠিপেটা করেছেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও অন্য কয়েকজন সদস্য। এ সময় চম্পা খানম নামের এই শিক্ষিকা শ্রেণীকক্ষেই জ্ঞান হারিয়ে ফেলেন। আহত শিক্ষিকাকে লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলার পাংখারচার-লংকারচর রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীতে পাঠদানকালে শিক্ষিকাকে পেটানোর এ ঘটনা ঘটে।

কয়েকজন শিক্ষার্থী অভিযোগ করেছে, বাধা দিতে গেলে তাদেরও মারধর করা হয়। তারা জানিয়েছে, ঘটনার সময় অনেক শিক্ষার্থী আতঙ্কিত হয়ে পড়ে। পুলিশ জানায়, এ ঘটনায় গতকাল শুক্রবার লোহাগড়া থানায় একটি মামলা হয়েছে। শিক্ষিকা চম্পা খানম বলেন, 'মেধার ভিত্তিতেই আমি স্কুলে শিক্ষিকা হিসেবে নিয়োগ পাই; কিন্তু এর পর থেকে তাঁরা ঘুষ দাবি করে আসছেন। কয়েক দফায় কিছু টাকা আমাকে দিতে হয়েছে।

কিন্তু দুই লাখ টাকার ঘুষের চাহিদা মেটানোর ক্ষমতা আমার নেই। টাকা দিতে না পারায় তাঁরা আমাকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন। ' জানা যায়, উপজেলার ইতনা ইউনিয়নের পাংখারচর-লংকারচর রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা চম্পা খানম ২০০৭ সালে বিদ্যালয়ে যোগদান করেন। এ জন্য স্কুল পরিচালনা পর্ষদের দুই সদস্য বরকত উল্লাহ শেখ ও লিচু কাজী দুই লাখ টাকা ঘুষ চান। টাকা না দেওয়ায় তাঁরা চম্পা খানমকে চাকরিচ্যুত করার হুমকি দেন।

উপায় না দেখে লিচু কাজীকে তিন হাজার টাকা দেন তিনি; কিন্তু তাতেও সন্তুষ্ট হননি তিনি। বৃহস্পতিবার পঞ্চম শ্রেণীতে পাঠদানের সময় বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি তারা মিয়ার নেতৃত্বে সদস্য বরকত উল্লাহ শেখ, লিচু কাজী, বুলবুল শেখ, লায়েব কাজী ও জালাল কাজী শ্রেণীকক্ষে ঢুকে চম্পা খানমকে বেধড়ক লাঠিপেটা করেন। এ সময় শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে শ্রেণীকক্ষ ত্যাগ করে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক এখলাজ আলী ঘটনার বর্ণনা দিয়ে বলেন, 'কিছু বুঝে ওঠার আগেই স্কুল পরিচালনা কমিটির সদস্যরা চম্পা খানমকে শ্রেণীকক্ষে ঢুকে বেধড়ক মারধর করেন। পরে আমরা চম্পাকে হাসপাতালে নিয়ে আসি।

' পঞ্চম শ্রেণীর একাধিক শিক্ষার্থী বলে, 'আপাকে (চম্পা খানম) মারধর করার সময় আমরা বাধা দিতে গেলে পরিচালনা কমিটির ওই সদস্যরা আমাদেরও মারধর করেন। ' লোহগড়া থানার ওসি আকরাম হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আসামিদের ধরার জন্য অভিযান চালানো হয়েছে। তবে বাড়িতে না পাওয়ায় আটক করা যায়নি। তাঁদের আটকের চেষ্টা করা হচ্ছে। এই দুইটি সংবাদ এসেছে আজকের দৈনিক কালের কন্ঠের পত্রিকায়।

ক্ষমা করো হে আলোর পথ প্রদর্শনকারী। আমরা খুব জঘন্য অপরাধী। আমরা তোমাদেরকে অর্থ দিতে পারিনি, অন্ন দিতে পারিনি,ভালো বস্ত্র দিতে পারিনি, বাসস্থান দিতে পারিনি,নিরাপত্তা দিতে পারিনি তোমাদের শেষ সম্বল সন্মানটুকু ও কেড়ে নিচ্ছি। আর কিছুই দিতে পারবনা। ------------------------ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.