আমাদের কথা খুঁজে নিন

   

পাপের স্বর্গ তুমি গড়িছ, কার জন্য ! ভেবে দেখ একবার।

একজন বাবা/স্বামী হয়ে স্ত্রী,পুত্র-সন্তানের জন্য, কেন তুমি রচিছ পাপের স্বর্গ ! তুমি অন্যের সম্পদ লুন্ঠন করি, আপন স্ত্রী/সন্তানেরে কেন করিছ কুলষিত। কেমন বাবা বা স্বামী তুমি ! ভাবতে অবাক লাগে ! তুমি যাদের জন্য গড়িছ প্রাষাদ তারা কি তোমার পাপের অংশীদার হবে ? নিজেকেই প্রশ্ন কর তুমি। আমি জানি হবে না । বিপদে পড়ে তুমি যেমন কষ্ট পাও,তেমনি অন্য কেউ যে কষ্ট পায়, তা তুমি বুঝেও না বুঝার ভান করো না। নিজের প্রিয়তমা স্ত্রী/সন্তানের জন্য ধ্বংস ডেকে আনছ তুমি। কেমন বাবা বা স্বামী তুমি। এখনো সময় আছে,বেড়িয়ে এসো পাপের পথ থেকে। রক্ষা পাবে তুমি, তোমার প্রিয়তমা স্ত্রী ও সন্তানেরা, আর দেশ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।