আমাদের কথা খুঁজে নিন

   

পাপের অভিশাপ

কষ্ট অপ্রত্যাশিত,তাই আমি কষ্টকে ভালবাসি

ভিনদেশী পরী এতদিন কোথায় ছিলি
চোখাচোখি দেখা অন্তরের অন্তঃস্থলের কথা,
বাকি আছে কিছু আমার জন্য?
নাকি সব ফুরিয়ে এসেছ একলা একা
বলতে বলতে,
ফুল হাতে দাঁড়িয়ে ডান হাত বাড়িয়ে
বাম হাঁটু মাটিতে দুই চোখ আঁখিতে
বুক খালি রয়েছে প্রেম বুঝি হয়েছে
ভেবেছে গ্রহণ হবে খুশিতে, হাসি হাসি মুখেতে।

তারপর
মেয়ে দুই কদম পিছু পিছ মুঠোফোনে ফিসফিস
পুলিশ এলো পিছনে,ছেলের নাহি খেয়ালে
ইভটিজিং এর কারণে,অপরাধ হবে নাই তার স্মরণে
হাতকড়া ছেলের, সব দোষ কপালের
ছয়মাস জেলে বন্ধী থাকবে ছেলে।

তিন মাস পর,
দু’দিন পরে মেয়ের বর্ষপূর্তি হবে
উপহার কিনতে একা গেল মার্কেটে
তিনতলা পেরিয়ে চোখ গেল হারিয়ে
প্রেমিক এখানে কি করছে গোপনে
মোলায়েম ত্বকে হাতে হাত রেখে
কি কথা তার সাথে, হাত ছাড়ে হাত রাখে
একই কথা বলে কোন এক টেবিলে অন্য কোন দিনে
ফিরে এলো বাসায় এতদিন ছিল কার আশায়
অশ্রু ঝরে অগোচরে ভুলে গেল কিছুদিন পরে

এক মাস পর,
হঠাৎ এলো মনে কে যেন ফুল দিয়েছিল কবে তার সনে
মেয়ে ভাবে যাবে যাবে গারদে,ছেলেটাকে ছাড়াতে
গেল চলে গেল অন্যমনস্ক ভাবনায় গাড়ির নিচে চাপা পরে গেল।
মেয়েটার অধ্যায় শেষ হল।

দুই মাস পর,
আজ ছেলে মুক্তি পেল বহুদিন পরে বড়সড় নিঃশ্বাস নিল
আজো রয়েছে পকেটে শুকনো গোলাপের পাপী পাপড়ি গুলো
তিনদিন পর জানতে পেল সেই মেয়েটি মারা গেল
রাতভর ভাবে কি হবে,কি হবে
কে জানতো এতো বড় ক্ষতি হবে পাপের অভিশাপে।


[রাসেল হোসেন, ০১-০১-১৪]


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।