আমাদের কথা খুঁজে নিন

   

পৃথিবীর ইতিহাসে ক্ষণস্থায়ী ৫ টি যুদ্ধ

আমি সবুজ হতে চাই ৫ জর্জিয়া-আর্মেনিয়া যুদ্ধ দেশ দুটির অবস্থান যুদ্ধের স্থায়িত্বকালঃ২৪ দিনের ১৯১৮ সালের সীমান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিবেশী দু দেশ যুদ্ধে জড়িয়ে পড়ে। অবশেষে ব্রিটিশদের মধ্যস্ততায় এ যুদ্ধ বন্ধ হয়। ৪ সার্বিয়া-বুলগেরিয়া যুদ্ধ ছবিতে দেখা যাচ্ছে বুলগেরিয়ানরা সীমান্ত পার হয়ে সার্বিয়া হামলা চালাচ্ছে যুদ্ধের স্থায়িত্বকালঃ১৪ দিন ১৮৮৫ সালে সামান্য সীমান্ত সমস্যা বুলগেরিয়া এবং সার্বিয়ার উত্তেজনা দেখা দেয়। এ সময় বুলগেরিয়া সার্বিয়ার পাইরোট(pirot) নামের শহরে আক্রমন করে এবং দখল করে নেয়। অবশেষে অস্ট্রো-হাঙ্গেরিয়ান সম্রাজ্জের মধ্যস্ততায় এ যুদ্ধ বন্ধ হয়।

৩ ভারত-পাকিস্তান যুদ্ধ যুদ্ধের স্থায়িত্বকালঃ ১৩ দিন ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালীন সময়ে মুক্তিযোদ্ধাদের ভারত সাহায্য করছে এ অভিযোগে পাকিস্তান ৩ ডিসেম্বর পশ্চিম ভারতের ১১ টি স্থানে বিমান হামলা চালায়। ঐদিন ভারত পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং পাকিস্তানের পশ্চিম ও পূর্ব ফ্রন্টে একই সাথে হামলা করে। মাত্র ১৩ দিনের এ যুদ্ধে পাকিস্তান পশ্চিম এবং পূর্ব ফ্রন্টে শোচনীয়ভাবে পরাজিত হয়। এ যুদ্ধে পাকিস্তানের মোট ৯ হাজার সৈন্য মারা যায় এবং ১ লক্ষের মত সৈন্যকে যুদ্ধবন্দি করা হয়। ২ আরব-ইসরাইল যুদ্ধ যুদ্ধের পর ইসরাইলী দখলকৃত এলাকা ইসরাইলী সেনা যুদ্ধের স্থায়িত্বকালঃ ৬ দিন ১৯৬৭ সালে মিসর এবং সিরিয়া ইসরাইল আক্রমন করলে এ যুদ্ধের সূচনা হয়।

৫ জুন সকালে ইসরাইল মিশরে বিমান হামলা চালায় এবং মিশরের পুরো বিমান শক্তিকে ধ্বংস করে দেয়। পরবর্তীতে ইসরাইল মিশরের সিনাই উপত্যকা,গাজা,পশ্চিম তীর এবং সিরিয়ার গোলান মালভূমিতে স্থল হামলা চালায় এবং তা দখল করে নেয়। ১০ ই জুন এ যুদ্ধ শেষ হয় এবং ইসরাইলী দখলকৃত এলাকায় প্রায় ৫ লক্ষ আরব উদ্বাস্তু হয়ে পড়ে। ১ অ্যাংলো-জানজিবার যুদ্ধ যুদ্ধে ক্ষতিগ্রস্থ সুলতানের প্রাসাদ যুদ্ধের স্থায়িত্বকালঃ ৩৮ মিনিট ১৮৯৬ সালে গ্রেট ব্রিটেন এবং জানজিবার(Zanzibar) মধ্যকার এ যুদ্ধকে সবচাইতে ক্ষণস্থায়ী যুদ্ধ বলা হয়। জানজিবার সুলতান মারা গেলে তার ভাগিনা অভুথান করে দেশটির ক্ষমতা দখল করে নেয়।

ব্রিটিশরা চেয়েছিলো দেশটির ক্ষমতায় যেন ব্রিটিশদের পছন্দদের একজন বেক্তিকে বসানো হয় এবং সুলতানের ভাগিনা যেন তার অধিকার ত্যাগ করে। যখন ব্রিটিশদের এ দাবিকে মানা হয় না তখন ব্রিটিশরা দুর্বল এ দেশটির উপরে হামলা করে বসে। হামলার পর পরই নতুন সুলতান দেশ থেকে পালিয়ে যায় এবং যুদ্ধে ব্রিটিশরা জয়ী হয়। ১৮৯৬ সালের ২৭ ই আগস্ট সকাল ৯ টা ২ মিনিটে যুদ্ধ শুরু হয় এবং ৯ টা ৪০ মিনিটে এ যুদ্ধ শেষ হয়।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.