আমাদের কথা খুঁজে নিন

   

ডিভোর্স কখন জরুরি?

আমার কাছে জিবন মানে একটা যুদব ক্ষেত্র। ভালোভসা হলো একটা উপলক্ষ জিবন চক্র চালানোর জন্য। ডিভোর্স কখন জরুরি? আইন অনুযায়ি ডিভোর্স দেওয়ার জন্য পুরুষদের কোন কারন দেখানোর দরকার নেই। কিন্তু যারা ২য় বি্যে করে তাদের মধ্যে বেশির ভাগ পুরুষ ই ডিভোর্স না দি্যেই গোপনে আর একটি বি্যে করে। যেমন আমাদের হুমায়ন স্যার।

যেটা হল প্রতারনা। স্ত্রিকে কোন কারনে আর ভাল না লাগলে তার ভরন পোষন আর না করতে চাইলে তাকে তালাক দেওযা ই উত্তম। আইন অনুযায়ি যা সিদ্দান্ত হবে তাই করবে। কিন্তু বেশির ভাগ পুরুষ ই একসাথে দুই স্ত্রির লোভ সামলাতে পারে না। যা ইসলামি আইনেও গ্রহনযোগ্য নয়।

অথচ দোস দেওয়ার সময় ইসলামকে আগে দোস দেওয়া হয়। ইসলাম বলেছে ১ম স্ত্রির সন্মতি নিয়ে ২য় বিয়ে করা যাবে। অর্থাৎ ১ম স্ত্রি যদি তার স্বামির যৈবিক চাহিদা পুরনে সক্ষম না হয় তখন ই সে নিজে থেকেই সন্মতি দিবে। কিন্তু বেশির ভাগ পুরুষের ই আসলে এই রকম প্রয়োজন হয় না। তারা ডিফারেন্ট টেস্টের কারনে ২য় বি্যে করে এবং ২ই স্ত্রির লোভ সামলাতে পারে না।

এবং একজন ধৈযর্যশিল লোকের যে সামাজিক মর্যাদা তার লোভ ও সামলাতে পারে না। কিন্তু শেস পর্যন্ত সব লেজে গোবরে হয়েই যায়। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.