আমাদের কথা খুঁজে নিন

   

অপ্রিয় সত্য গোপন

মনের ইচ্ছাকে পরিপূর্নতা দান করার চেষ্টা। ঘটনা : আমার এক আমেরিকা প্রবাসি খালাত ভাইয়ের জন্য মেয়ে দেখা হচ্ছিল। অনেক দেখাদেখির পর মেয়ে পছন্দ হয়। মেয়ে পক্ষও রাজী হয়। মেয়ে চট্রগ্রাম ভার্সিটি থেকে ইংরেজীতে মার্স্টাস পাশ করেছে।

এই কথা শুনে আমি অবাক। কারন আমার খালাত ভাইতো আন্ডার ইন্টার। এমনিতে মেয়ে উচ্চশিক্ষিত তারপর দেখতেও ভালো,বুঝতে পারলামনা মেয়ে পক্ষ কিভাবে রাজী হলো। ভাবলাম টাকার জোর। পরে জানতে পারলাম যে মেয়ে পক্ষকে মিথ্যা বলা হয়েছে।

তাদেরকে বলা হলো ছেলে বাংলাদেশ থেকে ইন্টার পাশ করে আমেরিকা চলে যায় আর ঐখানে গিয়ে বিবিএ পাশ করেছে!!! এই কথা নিয়ে প্রশ্ন করে শুনতে হলো যে বিয়ের সময় একটু সত্য গোপন করলে কিছু হয়না। বিয়ের পর জানলেও পরে সব ঠিক হয়ে যায়। মেজাজ মারাত্নক খারাপ হলেও খালাকে কিছু বলতে পারলামনা। উল্টা বকা শুনতে হলো ছোট হয়ে বড়দের মাঝে কথা বলার জন্য। এখন আমার কথা হলো যে সমাজে এমন ঘটনা অহরহ হচ্ছে।

মনে হয় সমাজ সীকিৃত ব্যাপার। বিয়ের মতো এতো বড় একটা ব্যপারে অপ্রিয় ছোট বড় সত্য গোপনের নামে এমন প্রতারনা করা হয় যা কিনা আবার আমাদের চোখের সামনে সেটা কি আদৌ ঠিক। এই মিথ্যা গুলো জানার পর সত্যিই কি সব ঠিক হয়ে যায়????আমার মনে হয় কখনোই না। আর যদিও ঠিক হয়ে যায় তারপরেও এই সত্য গোপনের জন্য একজন আরেকজনের কাছে সারাজীবনের জন্য ছোট হয়ে যায়। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.