আমাদের কথা খুঁজে নিন

   

মুভি বা যেকোন ভিডিও ডাউনলোড করার আগেই জেনে নিন ফাইলটির ভিডিও এবং অডিও কোয়ালিটি কেমন হবে


আসলে এটা হওয়ার কারন কিছু বদ পুলা পাইন আছে যারা মিথ্যা কথা কইয়া টাকা কামানোর জন্য এই কাম গুলা করে । যাই হোক ডাউনলোড করার আগে সব থেকে সহজ পদ্ধতিতে ভিডিও কোয়ালিটি চেক করে ফেলুন। এরপর সব ঠিক থাকলে নাকে তেল দিয়ে ফাইনাল ডাউনলোড করতে দিয়ে দিন । প্রথম পদ্ধতিঃ IDM ব্যবহারকারীদের জন্যঃ সাধারন ভাবেই মুভি বা ভিডিও ফাইল ডাউনলোড করতে দিন। এবার একটু ডাউনলোড হতে দিন।

৫% বা কিছু বেশী । এবার আসল কাজ করার পালা। My Computer ওপেন করেন এরপর যথাক্রমে C Drve ওপেন করেন> Users > Atik > AppData > Roaming > IDM > DwnlData > Atik ব্যাছ ব্যাছ ব্রেক ব্রেক আর কোথাও যেতে হবে না। চলে এসছি আমাদের কাঙ্কিত লোকেশনে। এবার ইদুরের ডান দিকের বাটন প্রেস করে Group By > Date Modified সিলেক্ট করে দিন।

তাহলেই দেখতে পাবেন আপনার লাস্ট রানিং ডাউনলোড আইটেম সবার উপরের ফোল্ডারে শো করতেছে। আর কিসের জন্য অপেক্ষা যান ফোল্ডারটি ওপেন করে দেখে নিন আপনার হবু মুভি দেখতে কেমন হবে ! বিদ্রঃ এখানে Atik কম্পিউটারের ইউজার নেম ছিল। আপনার পিসির ইউজার নেম আপনি ওপেন করবেন। দ্বিতীয় পদ্ধিতিঃ FireFox বা Google Chrome এর জন্যঃ প্রথমে মুভি বা ভিডিও ফাইল ডাউনলোড করতে দিন। ৫ % বা কিছু বেশী ডাউনলোড হওয়ার পরে।

ব্রাউজারের মধ্যে Control + J প্রেস করেন। ডাউনলোড মেনেজার ওপেন হবে। এরপর যে ফাইলটা ডাউনলোড হচ্ছে সেটার উপর ইদুরের ডান দিকের বাটন প্রেস করেন। এরপর Open Containing Folder অপশনটিতে ক্লিক করেন। তাহলেই দেখবেন ভিডিও ফাইলটা আপনার সামনে চলে এসছে।

তো আর কি? ওপেন করে চেক করে ফেলুন। আর সব ঠিক থাকলে হ্যাপি ডাউনলোড...  ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.