আমাদের কথা খুঁজে নিন

   

পৃথিবীর যত সব আজব-অদ্ভুত ... আজকের বিষয়- বিশ্বের কিছু ইউনিক লেক (কত অজানা রে পার্ট-৩৮)

আমার "কত অজানা রে" সিরিজের সব গুলো পোষ্ট সংগ্রহে থাকা বই, গুগোল মামা ও বিভিন্ন সাইট থেকে অনুবাদ করা, তবে কোন ভাবেই কপি-পেষ্ট নয়। জানার জন্য পড়ন, ভুল হলে সঠিকটি বলার দায়িত্ব আপনাদের। আনন্দের সাথে পড়ুন। আমার ব্লগ কেচাল মুক্ত। এর আগের একটি পোষ্টে লিখেছিলাম প্রাকৃতিক গরম পানির লেক নিয়ে(পর্ব-৩)।

কিন্তু আজ লিখবো ইউনিক কিছু লেক নিয়ে যার কয়েকটার কথা আপনি জেনে থাকবেন কিন্তু বাকি গুলো আজই জানবেন। তাহলে চলুন জেনে নেওয়া যাক কেন তারা আমার "ইউনিক" তালিকায় আসলো। ১০) Lake Karachay (Russia) Most Polluted Spot on Earth লেক Karachay পশ্চিম রাশিয়ার দক্ষিণ উরাল পর্বতের কোল ঘেষে একটি ছোট লেক। ১৯৫১ সাল থেকে সোভিয়েত ইউনিয়ন Ozyorsk শহরের কাছাকাছি অবস্থিত একটি পারমাণবিক বর্জ্যের স্টোর(যার নাম Mayak) ও অন্যান্য জায়গার তেজস্ক্রিয় বর্জ্যের ডাম্পিং সাইট হিসাবে Karachay ব্যবহার করে আসছে। ওয়াশিংটন ডিসি ভিত্তিক একটি সংস্থা ওয়ার্ল্ড ওয়াচ ইনস্টিটিউটের একটি রিপোর্ট অনুযায়ী, Karachay কে পৃথিবীর "most polluted spot" হিসাবে চিন্হিত করা হয়।

এই জায়গাটি এতোটাই বিষাক্ত যে এখানে মাএ একঘন্টা অবস্থান করলে আপনি মারা যাবেন। ১৯৭৮-১৯৮৬ সালে প্রায় ১০,০০০ কংক্রিট স্লাব দিয়ে ঘিড়ে দেওয়া হয়। কিন্তু তার পরেও এর তেজস্ক্রিয়তা আন্ডারগ্রাউন্ড ওয়াটার টানেল দিয়ে সারা পৃথিবীতে ছড়িয়ে পরছে। ৯) Crater Lake (USA) the World's Most Clearest লেক caldera একটি আগ্নেয়গীরির লেক যা অরিগনে অবস্থিত। হ্রদটির বেশ কিছু ইউনিক ফেক্টর আছে।

এর সবচেয়ে ইউনিক ফেক্টর হলো এটি পৃথিবীর সবচেয়ে পরিস্কার পানির লেক। এর আর একটি ইউনিক ফেক্টর হলো এর কোন প্রবাহ নাই, মানে এর পানি স্থির, মানে পানি ঘোলা হবার কোন কারনই নাই। এটা মার্কিন যুক্তরাষ্ট্রের গভীরতম এবং বিশ্বের নবম গভীরতম লেক। ৮) Caspian Sea (Russia) World's Largest Lake এর কথা আমরা যারা বিসিএস গাইড কানা হাফেজের মত মুখস্ত করেছি তারাতো মাস্ট জানি, বাকি যারা আছে তারাও পিছিয়ে নাই। বলেন তো দেখি পৃথিবীর সবচেয়ে বড় লেক কোনটি? দুনিয়ার যত পান যোগ্য পানি আছে তার ৪৪-৪৫% এখানে জমা আছে।

এর আয়তন ৩৯৪,২৯৯ বর্গ কি.মি. (১৫২.২৪০ বর্গ মাইল)। আয়তনের দিক থেকে এর পরে যে ছয়টা বড় লেক আছে তার মিলিত আয়তনের চেয়েও বড় এই কাসপিয়ান লেক। (বাট এইটারে কেন যে সি বলে বুঝলাম না, আয়তনের জন্যই হয়তো) ৭) Lake Titicaca (Bolivia and Peru) World's Highest Navigable Lake লেক Titicaca, Bolivia এবং পেরু সীমান্তে অবস্থিত বিশ্বের উচ্চতম বাণিজ্যিকভাবে navigable হ্রদ। সমুদ্রতল থেকে ৩৮১২ মিটার উচু্তে এর অবস্থান। পানির পরিমানের দিক থেকে এটি দক্ষিণ আমেরিকার বৃহত্তম লেক।

৬) Lake Baikal (Russia) Deepest and Oldest Lake in the World লেক Baikal দক্ষিণ সাইবেরিয়ায় অবস্থিত। এটি "সাইবেরিয়া নীল চোখ" নামে পরিচিত। এটাতে উত্তর আমেরিকার সবগুলো বড় হ্রদের মিলিত পানির চেয়ে বেশি পানি রয়েছে। লেক Baikal পৃথিবীর মোট জলের প্রায় বিশ শতাংশ ধারণ করে। এটি পৃথিবীর গভীরতম হ্রদ এবং আয়তনের দিক থেকে বিশ্বের বৃহত্তম স্বাদু পানি লেক।

যাইহোক, লেক Baikal বিশ্বের বৃহত্তম হ্রদ, যাতে Caspian সাগরের চেয়ে এক তৃতীয়াংশেরও কম পরিমাণ পানি রয়েছে। অর্ধচন্দ্রাকার লেক Baikal একটি প্রাচীন উপত্যকার গঠিত এবং লেক সুপেরিয়র বা লেক ভিক্টোরিয়া এর চেয়ে সামান্য ছোট (৩১,৫০০ বর্গকি.মি.)। লেক Baikal-এ ১,৭০০ এর অধিক উদ্ভিদ এবং প্রাণীর প্রজাতি আছে যা পৃথিবীর আর কোথাও পাওয়া যাবে, যার জন্য এটিকে ১৯৯৬ সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করে। ২৫ মিলিয়ন বছরের অধিক বয়স এই বিশ্বের প্রাচীনতম লেকটির। ৫) Dead Sea (Israel and Jordan) Lowest Point on Earth দুনিয়ার ট্যাপ খাওয়া অংশে এর অবস্থান।

মৃত সাগর ইস্রায়েল এবং পূর্ব জর্দানের সীমান্তে অবস্থিত একটি লবণাক্ত লেক। এটা সি লেভেলের চেয়ে ৪২০ মিটার নিচে। মৃত সাগর ৩৩০ মিটার গভীর। পৃথিবীর গভীরতম hypersaline লেক। এটা সমুদ্রের পানির চেয়ে ৮.৬ গুণ বেশি লবনাক্ত।

এই লবণাক্ততা জন্য এখানে কোনো প্রাণী বাচতে পারে না এবং নৌকা জাহাজ চলাচল করতে পারবে না। ডেড সি ৬৭ কি.মি. দীর্ঘ এবং ১৮ কি.মি. প্রস্থ। এটি জর্দান গন্ডগোলের ভ্যালি এই ব্যবস্থার সবচেয়ে গুরত্বপূর্ণ এবং এর প্রধান উপনদী জর্দান নদী। ৪) Five-Flower Lake (China) Beautiful Multi-Coloured Lake with Fallen Tree Trunks The Wuhua Hai (Five-Flower Lake), চীনের Jiuzhaigon National Park এ অবস্থিত। এটি Panda Lake এর নিচে ও the Pearl Shoal Waterfall এর উপরে অবস্থিত।

এই লেকের রং পরিবর্তন হয়। এর তলদেশ বিভিন্ন গাছের গুড়িও শিকড়ে পরিপূর্ন। এর রং হলুদাভ থেকে সবুজাভ থেকে নীলে পরিবর্তন হয়। এর পরিষ্কার স্বচ্ছ পানির জন্য উপর থেকে গাছের শিকড়গুলো দেখা যায়। ৩) Red Lagoon (Bolivia) Red (algae) + White (borax) Laguna Colorada (লাল ল্যাগুন) Bolivia এর altiplano-এ অবস্থিত একটি অগভীর লবনাক্ত লেক।

এটি চিলি সীমান্তের নিকটে অবস্থিত। তীরে জমা হওয়া সাদা লবনের সাথে শ্যাওলা যুক্ত লাল পানির এই ল্যাগুনাটিকে আলাদা সৌন্দর্য দিয়েছে। ২) Boiling Lake (Dominica) A Flooded Fumarole Boiling Lake... নাম দেখেই বুঝা যায় যে কিছু একটা আছে এর ভিতর যা এর পানিকে সর্বদা উত্তপ্ত রাখে, সাথে সাথে একে ঘিরে থাকে একটা বাস্পের মেঘ। এটি পৃথিবীর সার্ফেসের একটি ছিদ্র, মানে পৃথিবী পৃষ্ঠের একটি ফুটা। লেক টি খুব একটা বড় না, মাএ ৬০ মিটার।

এটি ডোমিনিকার একটি ইউনেস্কো ঘোষিত ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। ১) Plitvice Lakes (Croatia) Sixteen Lakes interconnected by Spectacular Waterfalls ভূ-স্বর্গ বুঝি একেই বলে !!! যখন আমি প্রথম এই ব্যপারে পড়ি তখন আমি মনে করছিলাম যে এইটা হয়তো সাঈদীরে চাঁদে দেখার মত কিছু একটা হবে। কিন্তু আল্লাহ মহান, তিনি তার কারিকুর্তি এমন ভাবে উপস্থাপন করে যে দোম বন্ধ হয়ে আসে। ১৬ টা পৃথক লেক যারা একটা আর একটার সাথে অসাধারন সুন্দর জলপ্রপাতের দ্বারা সংযুক্ত। আর এই ভূস্বর্গকে পাহারা দিতাছে ভাল্লুক, নেকরে, হরিন ও বিলুপ্তপ্রায় পাখির ঝাঁক।

আর একটি চমৎকার বিষয় হলো এর রং যা প্রতি নিয়ত পরিবর্তন হইতাছে। রং পরিবর্তনের এই খেলা চলে পানির ভিতরে থাকা অর্গানিজম ও মিনারেলের তারতম্য ও সূর্যের আলোর প্রতিফলনের উপর। ২৯৬ বর্গ কি.মি. এর পার্কটিতে পিক সিজনে ঢুকতে হলে আপনাকে খরচ করতে হবে মাএ ১৮ ইউ এস ডি। সবাইকে ধন্যবাদ !!! ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.