আমাদের কথা খুঁজে নিন

   

চলচ্চিত্র নির্মাণকারী সেই নকুলা আটক

বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)-কে অবমাননা করে চলচ্চিত্র নির্মাণকারী নকুলা বাসিলি নকুলা ওরফে স্যাম বাসিলিকে জামিন দেয়নি মার্কিন আদালত। তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ আনা হয়েছে। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর জেলা আদালতের বিচারিক হাকিম সুজান সেগাল নকুলার জামিন আবেদন প্রত্যাখ্যান করেন। প্রাথমিক জামিন শুনানির জন্য গতকাল লস অ্যাঞ্জেলেসের একটি আদালতে নকুলাকে নিয়ে যাওয়া হয়।

এ সময় তাঁর হাতে হাতকড়া ও কোমরে বেড়ি পরানো ছিল। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলছেন, নকুলার পালিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তিনি আদালতের সামনে প্রতারণামূলক আচরণ করছেন। ব্যাংকবিষয়ক প্রতারণার দায়ে গত ২০১০ সালে নকুলা দোষী সাব্যস্ত হন এবং ২১ মাস করাভোগের পর পরবর্তী পাঁচ বছর পুলিশের নজরদারিতে থাকার শর্তে ছাড়া পান। নকুলা ব্যাংকে ভুয়া হিসাব খোলার চেষ্টা করছিলেন।

কারাগার থেকে বের হওয়ার পর নকুলা পুলিশ কর্মকর্তাদের কড়া নজরদারিতে ছিলেন। চলচ্চিত্রটি নির্মাণের ক্ষেত্রে তিনি কোনো শর্ত লংঘন করেছেন কি না তা নিয়ে তদন্ত চলছে। আমেরিকায় বিশ্বনবী(সা.)-কে অবমাননা করে চলচ্চিত্র নির্মাণের প্রতিবাদে এখনও বিশ্বজুড়ে বিক্ষোভ চলছে। বিভিন্ন দেশে বিক্ষোভ চলাকালে সহিংসতায় এ পর্যন্ত অন্তত ৫০ জন নিহত হয়েছে। বিক্ষোভকারীরা ইসলাম ধর্মের অবমাননার জন্য তার কঠোর শাস্তি দাবি করছেন।

কিন্তু মার্কিন সরকার নকুলার বিরুদ্ধে ন্যাক্কারজনক চলচ্চিত্রটি নির্মাণের বিষয়ে কোনো অভিযোগ উত্থাপন করেনি। এর আগেও পবিত্র কুরান পোড়ানোর কারণে মার্কিন পাদ্রির বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়নি আমেরিকা। এ কারণেই বাসিলে এবার ইসলাম অবমাননাকর চলচ্চিত্র নির্মাণের সাহস পেয়েছে বলে মনে করা হয়। টাইমস্ আই বেঙ্গলী ডটকম, আন্তর্জাতিক ডেস্ক: ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.