আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্বব্যাংক আসলে এখনো ফিরেনি

কুড়াই প্রহরব্যেপে স্মৃতিলগ্ন ধূলি বিশ্বব্যাংক গতকাল নতুন করে যে বিবৃতিটি দিয়েছে তা থেতে সুস্পষ্টভাবে প্রতীয়মান হয় যে ব্যাংকটি প্রকৃত অর্থে পদ্মাসেতু প্রকল্পে পুনঃঅর্থায়নে এখনো ফিরে আসেনি। বিবৃতিতে অত্যন্ত স্পষ্টভাবে বলা হয়েছে যে: we have also made it clear that to engage anew in the project will require new implementation arrangements that give much greater oversight of project procurement processes to the Bank and co-financiers. It is only after satisfactory implementation of all these measures as well as a positive report from the external panel of internationally recognized experts that the World Bank will go ahead with the financing of the project. এছাড়া গত ২০ সেপ্টেম্বর দেয়া বিবৃতিতেও বিশ্মব্যাংক বলেছিল : The Bank has agreed that, upon satisfactory implementation of the agreed measures by the Government, and with the support of the Bank's governing bodies, the Bank will engage anew in the Padma Multipurpose Bridge. দুটি বিবৃতি থেকে একথা অত্যন্ত পরিষ্কার যে ব্যাংকটি এখনো ফিরেনি, তাদের দেয়া শর্ত পূরণ হলে ফেরার কথা বলেছে মাত্র। অথচ আমাদের দেশের পত্রিকাগুলো বড় বড় হেডিং দিয়ে বিশ্ব ব্যাংক ফিরেছে বলে উল্লেখ করেছে। বাস্তবে তারা এখনো ফিরেনি। তবে শর্ত পূরণ হলে ফিরতে পারে বা ফিরবে। সর্বশেষ বির্বতিতে বলা হয়েছে এ প্রকল্পে বিশ্বব্যাংককে নতুন করে সম্পৃক্ত করতে হলে (to engage anew in the project) নতুন বাস্তবায়ন চুক্তি (new implementation arrangements) করতে হবে (will require)। সংবাদ মাধ্যমে to engage anew in the project will require new implementation arrangements বাক্যাংশের অনুবাদ করা হয়েছে- এ প্রকল্পে বিশ্ব ব্যাংককে নতুন করে চাইলে সেতু নির্মাণ পরিকল্পনা নতুন করে সাজাতে হবে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম), পদ্মা সেতু প্রকল্পে নতুন করে অর্থায়নের ক্ষেত্রে সবকিছু ঢেলে সাজাতে হবে (প্রথম আলো অনলাইন) ইত্যাদি। এ অনুবাদ যথাযথ নয়, গোজামিলপূর্ণ কিংবা দ্বিধান্বিত। new implementation arrangements মানে যেখানে পরিষ্কারভাবে ‌‌নতুন বাস্তবায়ন চুক্তি সেখানে ঘুরিয়ে-পেঁচিয়ে ঢেলে সাজানোর কথা বলতে হবে কেনো? বিশ্বব্যাংকের দুটি বিবৃতির লিংক: Click This Link Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.