আমাদের কথা খুঁজে নিন

   

স্রষ্টার প্রমাণ

আমি গর্ব করি--কারণ আমি মুসলিম। আমি গর্ব করি-- আমি রাসুল(স.) এর একজন উম্মত। আমি আমার বাবা-মা কে নিয়ে গর্ব করি। আমি গর্ব করি--কারণ আমি একজন বাঙগালী। ..... এক নাস্তিক একবার ঈমাম জাফর সাদিককে জিজ্ঞাসা করেন,কিভাবে তিনি স্রষ্টার প্রমাণ দিবেন।

ঈমাম জানতেন যে, সেই ব্যক্তি সাগরে কয়েকবার সফর করেছে। ঈমাম বললেন যে, সে কি সমুদ্রে ঝড়ে পড়ে নাই? হঠাৎ ঝড় এসে গেল, জাহাজের পাল ছিন্নভিন্ন হয়ে গেল, জাহাজ ডোবার মতো পরিস্থিতির সম্মুখিন হলো। জাহাজ ডুবতে লাগল। ঢেউয়ের হাতে দিশেহারা হলো জাহাজীগণ, এসময় মনের গহীনে একটু আশা জাগে যে, একটি শক্তি, একটি অদেখা,অদৃশ্য শক্তি হয়তো তাদের বাঁচিয়ে নিবে। আর এই দুর্যোগের মুহুর্তে যে শক্তির কথা মনে জাগে সেই শক্তিই হলেন স্রষ্টা খোদা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।