আমাদের কথা খুঁজে নিন

   

আমেরিকার ভাদ্র মাস ও আমরা

ভাদ্র মাস এক বিশেষ সময় , কুকুরের প্রজনন কাল | এই সময়ে অলিতে গলিতে কুকুরের ঘেউ ঘেউ ডাক জনমানুষের মনে যতনা বিরক্তি জন্মায় তার চেয়ে বেশি জন্মায় ভয় | অবশ্য সময় টা মানে মানে পার করতে আর তেমন একটা ভয় নাই |মাস কয়েক পরেই তুলতুলে শরীর ,সামনের দিকে ঝুলে পড়া কান আর মৃদু সরে ভুক ভুক শব্দ আমাদের মনে আনন্দের উদ্রেক করে |কুকুর নাপাক প্রাণী ,যেখানে সেকানে এক ঠেং উচু করে ইয়ে করে আরো কত কি ..কিন্তু আমরা সেই কথা গুলো বেমালুম ভুলে যাই এমন কি নতুন জন্মানো কুকুর ছানাটির প্রতি আমাদের আবেগের সীমা থাকে না |চাঁদা তুলে " সেভ দা ইয়াং ডগ" নামে সংগঠন গড়ে তুলতেও আমাদের আপত্তি থাকে না | অনেকেই ছোটো কুকুর ছানা বাসায় পুষতে নিয়ে যায় এটার প্রুভু ভক্তি আর পাহারাদার নামের বিরাট সুনামের জন্য |আবার "কুত্তার বাচ্চা " বলে একটা নিরীহ অথচ ভয়াবহ রকমের খারাপ গালি দিতেও ভুলে যাই না | আমরা ভুলে যাই এই কুকুর ছানাটিই বড় হয়ে বিকট শব্দে ঘেউ ঘেউ করে আমাদের তাড়া করবে আর তখন মুখে খেস্তি খেয়ুর করে সিটি কর্পরেসনের চোদ্দ গোষ্টি উদ্ধার করতেও পিছুপা হই না এই কারণে যে কেন তারা কুকুর নিধন করে না | আমরা কুকুর কে লাঠি নিয়ে তাড়া করি অনেক ভয় ভীতি প্রদর্শন করি কিন্তু লাভের লাভ যে কিছু হয় সেটা মনে হয় না | আমার এত কথা বলার পেছনে কিছু কারণ আছে | আমি বলতে চাচ্ছি যে ,এখন পশ্চিমা বিশ্বে ভাদ্র মাস ,কুকুরের প্রজনন কাল (আমারিকার নির্বাচন )| কুকুরের ঘেউ ঘেউ শব্দে আমাদের ঘুম হারাম | অথচ এই আমরাই (আরব বিশ্ব )বাচ্চা কুকুর কে বাড়ি পাহারা দিতে এনেছিলাম |আর এই কুকুর তার প্রজনন ঋতুতে আমাদের কে ব্যতী ব্যস্ত করে তুলবে এটা আমরা বেমালুম ভুলে গেছি | আমরা আজ বলছি কেন এত কুকুরের অত্যাচার কিন্তু আমরা ভুলে গেছি আমাদের অতীতের কর্মকান্ড | আরব বিশ্বের অস্থিরতা কমাতে আমাদের আমারিকা কে দরকার হয় | আফগানিস্তান ,ইরাক ধ্বংশ করার পর ও তারা আমাদের পরম বন্ধু থাকে | তাদের দেশে যাওয়ার জন্য আমরা লাইন দিয়ে দাড়াই | তাদের পণ্য ব্যবহার করার জন্য আমরা কাড়ি কাড়ি টাকা খরচ করি |যার প্রতি আমাদের এত এত আগ্রহ সে তো একটু কটু কথা বলতেই পারে | আমরা যতদিন আমেরিকা নির্ভরশীলতা কমাতে না পারছি ততদিন এমনটি ঘটবে এটাই স্বাভাবিক | আমাদের লজ্জা হওয়া উচিত | প্রতিবাদের ছবি দিয়ে আমরা ওয়াল ভরিয়ে ফেলছি , আগুন জালিয়ে একাকার করে ফেলছি কিন্তু লাভ কোথায় ? আমরা কি এখন ও আমারিকার পণ্য ব্যবহার করছি না আমরা কি এখন ও তাদের পা চাটছি না | জানি প্রজনন ঋতু শেষ হলে সবকিছুই ভুলবে সবাই| যে লোকটি ইহুদিদের চোদ্দ গোষ্টি উদ্ধার করছে সেও বাটার জুতা পায়ে দিয়ে ডি ভি লটারির লাইনে দাড়াবে | এভাবেই যাবে দিন এভাবেই যাবে !


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.