আমাদের কথা খুঁজে নিন

   

----শিরনামহীন----( কিছু ইন্সপায়ার মূলক ছবি ব্লগ )

পরিশুদ্ধি করণ !!নিজেকে শুদ্ধ করণ !! আমার অতল চোখে বিষণ্ণতা শব্দ খুজেঁ বেড়ায় - বুকের গভীর থেকে বেড়িয়ে আসা দীর্ঘশ্বাস গুলোও শব্দ খুজেঁ বেড়ায় - সদ্য সকাল হওয়ার আকাঙ্গায় ঘুমে নেতিয়ে পড়েতে চায় চোখের পাতা- গাছের রঙচটা হলদে ভাবটা মিশেল রঙ ধারন করে মনে গভীরে- মন বার বার উচ্চারিত করে বলে আমি শরৎ এর মেঘ হতে চাই আমি শরৎ এর আকাশ হবো ? সাদা সাদা ভেলা হয়ে ভেসে বেড়াবো - সেই চিৎকার আমার ঘড়ের চার দেওয়াল জুড়েই হাহাকার হয়ে ছড়িয়ে পড়ে - ক্রমশ মুখ থুবড়ে হাটুগেড়ে বসে -অতঃপর পাজড়ে জুড়ে এ কোন থেকে ও কোনে হামাগুড়ি দিতে থাকে - ! আমি উদ্দত্য উম্মাদের মতো প্রলাপ বকতে থাকি- তোমাকে চাই তোমাকে চাই - সন্ধ্যায় আরো যখন তিমির ঘন কালো রঙ-এ রাঙ্গিত হবে তখন না হয়- আমি চাতক পাখির মতো তোমাকে দেখবো - আমার এই উচ্ছ্বাস -আশা -উচ্ছলতা গুলো টপটপ করে চোখে মুখে নাকে বেয়ে ঠোটে উপড়ি ভাগে এসে নোনতা স্বাদ জানান দেয় -- দৃশ্য-কল্প গুলো যেন চোখে পাতায় ১ টন সিমেন্টের বস্তার মতো ভাড়ি হয়ে উঠে - আমি প্রস্তুতি নেই -রাত পোহাবার -সকাল হলেই মহা ব্যস্ততায় যাবে দিন - আমার চোখ হয়তো আড়াল করে রাখতে হবে সারক্ষন - তবুও আমাকে থাকতেই যেন হবে - বিশ্বাস করো এভাবে আমি দেখতে চাই নি কখনো -? বিশ্বাস করো আমি চাই না তোমায় দেখতে আজকের আসনে ? কিন্তু রুঢ় বাস্তবতা সাথে আমি সম্মুখীন - আমার অপরাগতা গুলোকে প্রাধান্য পারছে না !! এই দিন যে কিভাবে কেটেছে - সে কথা আমার ঘুমকাতুর মাথায় রাখা বালিশ জানে -- জানে আমার গভীর অন্ধকার রাত - নিস্তবদ্ধতা - সাউন্ড অফ সাইলেন্সের মতো - কেটেছে ! সবাই ঘুমায় আমার চোখের পাতা গুলো যে খোলাই থাকে ----- আজ তোমার বিয়ে- ! সত্যি কি ? আমি মানতে পারছি না - ? কিভাবে মানবো ? কেন মানবো ? এমন কি কথা ছিল ? থাকে ? তবুও বাস্তবতার মুখোমুখি আমি - আমার সামনেই তুমি তিন বার কবুল বলবে - আমার চোখ হয়তো তোমার চোখের পাতার দিগে থাকবে না -- তোমার জীবন দীর্ঘ -সুন্দর হোক লিখে কোন নীল খামে ভড়ে উপহার সমগ্রী থাকবে -আমার পক্ষ থেকে - এইতো না --- বিদ্রঃ আজকে তৌফিকুল ইসলাম রনি নামের আমার এক-বন্ধুর জীবনে এইরাম কিছু ঘটতে চলেছে- কাল সন্ধার পড়ে ঘন্টার উপরে তার সাথে ছিলাম তার মনের ব্যাথাতুর কথা গুলো শব্দের গাথুনি দিয়ে প্রাকাশ করার চেষ্টা করলাম --- আমি জানি ওর কি কষ্ট কি হচ্ছে - কিন্তু এইটাই বাস্তবতা -- বাস্তবকে গ্রহন করার সৎ সাহস থাকার মনোভাব হোক -সেই কামনাই করি --- এইহা হয়তো বাস্তব সত্য -কিন্তু যা ঘটে তাহাও মিথ্যা নয় - তাহাকে মানিয়া লইবার মতো মন মানসিকতা তৈরি করতে হবে --ভালোবাসা মানেই নয় তাকে পেতে হবে - না পাইলে ভালোবাসা যাবে না - ঘৃণা করতে হবে -- এর কোন যৌক্তিকতা নেই !! এই কথাটা ভালো লাগলো এবং প্রত্যেকের মেনে চলা উচিত আমার এই বন্ধুটা কে এই কথাটা হাজার বার বুজাইছি --কামে আহে নাই -- আমি তো ভালোবাসি এখনো তোমাকে - আমি শিখেছি ভালোবাসার মহত্ব -- পাই নাই তো কি সেই অনুভূতি কয়জন পায় --ট্রু লাভ নেভার ডাই ফ্রম অনাস হার্ট -- ---এই কথাটা আমরা বারবার ভুলে যাই ----- চির সত্য কথা --- অফফ টপিকঃ কেউ কি বলতে পারে কে কে কমেন্ট করার পড় উত্তর দেয় না -- আমি সেই ব্লগার ভাইদের পোষ্টে কমেন্ট করতে চাই না হাহাহাহাহাহহাআহহাহাহাহাহাহাহহাহাহাহাহাহাহাহহাহাহাহহাহা নার্সারীর মনোভাব আমার মধ্যে এখনও আছে কি মজা লোল রে লো  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।