আমাদের কথা খুঁজে নিন

   

পারলেন না এজাজ

শনিবার বাংলাদেশ সময় রাত পৌনে ১২টার দিকে সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কায়কোবাদ।
সাভারে উদ্ধার অভিযানের নেতৃত্বে থাকা নবম পদাতিক ডিভিশনের অধিনায়ক মেজর জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দী জানান, শনিবার স্থানীয় সময় রাত ১২টা ৪৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এজাজ।
গত ২৮ এপ্রিল রাতে সাভারে ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপে আটকা পড়া পোশাক শ্রমিক শাহীনাকে উদ্ধার করতে গিয়ে আগুন লাগলে দগ্ধ হন কায়কোবাদসহ কয়েকজন উদ্ধারকর্মী।
প্রথমে সাভারের সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হলেও প্রধানমন্ত্রীর নির্দেশে সেখান থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে পাঠানো হয় সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে।
ওই হাসপাতালে ছয় দিন মৃত্যুর সাথে লড়াই করে হার মানেন এই স্বেচ্ছাসেবী।


ফায়ার ব্রিগেডের মহা পরিচালক আলী আহমেদ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পেশায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার কায়কোবাদ একটি নির্মাণ প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন।
ফায়ার ব্রিগেডের প্রশিক্ষিত এই স্বেচ্ছাসেবক বিভিন্ন সময়ে বিভিন্ন উদ্ধার অভিযানে অংশ নিয়েছেন বলে মহা পরিচালক জানান।
“সে ছিল অত্যন্ত সাহসী। অনেক মানুষ তার মাধ্যমে উপকৃত হয়েছে”, বলেন আলী আহমেদ।
তিনি জানান, কায়কোবাদের বাসা ঢাকার উত্তরায়।

তার দুটি ছেলে রয়েছে।  

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.