আমাদের কথা খুঁজে নিন

   

বসবাসের জন্য পার্বত্য চট্টগ্রাম চাই

এই মুহুর্তে সকল বাংলাদেশীদের পার্বত্য চট্টগ্রাম এলাকায় বসবাসের অনুমুতি দেয়া হোক। আমরা ছোট দেশ। গরীব দেশ। এই দেশের প্রতিটা ইঞ্চি জমি ব্যাবহার করতে আমরা বাধ্য। অভিবাসী চাকমা-মারমাদের শান্তি আর ঐতিহ্য দেখার টাইম ও সুযোগ আমাদের নাই।

এই কথাটা সোজাসুজি বুঝতে হবে। বাংলাদেশের প্রতিটা নাগরিকের অধিকার আছে দেশের যে কোন জায়গায়, যে কোন প্রান্তে বসবাস করার। কিন্তু পার্বত্য এলাকায় আমরা এই সুযোগ বঞ্চিত! কেন? আমার সংবিধান আমাকে কেন অধিকার দিতে পারে না? ১৬শতাব্দিতে পূর্বাঞ্চল থিকা তাড়া খেয়ে আমাদের দেশে পালায়া আসা উপজাতিদের আশ্রয় দেয়া আমাদের ভুল ছিল না। আমরা মহত্ব দেখাইছি। আজকে যদি ওরা ইসরাইল স্টাইলে আমাদের দেশে আমাদেরই বসবাসের অধিকার না দেয় তাইলে ক্যামনে কি? উপজাতিদের জন্য আমাদের সব সরকারী সেক্টরে কোটা ব্যাবস্থা আছে এবং ওদের যথেষ্ট সন্মান ও নিরাপত্তা দেয়া হয়।

এর মানে এই না যে ওরা আমাদের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়া গেছে। আমাদের ভূমি সমস্যা মোকাবেলার একমাত্র সমাধান পার্বত্য এলাকায় আবাদ করতে হবে। এর বিরুদ্ধে যেই দাড়াবে সে আমাদের জাতীয় শত্রু হিসেবে গণ্য হবে। এবং বাংলার মাটি এ দেশের শত্রুদের কোনদিন ক্ষমা করে নাই, করবেও না। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবী জানাই ভবিষ্যতের সমৃদ্ধ বাংলাদেশের জন্য পার্বত্য এলাকায় জনসবতি গড়েন।

ধর্ম-বর্ন-জাতি নির্বিশেষে সেখানে সবাইকে বসবাসের অনুমুতি দেয়া হোক। ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.