আমাদের কথা খুঁজে নিন

   

বসবাসের অযোগ্য শহর এবং একটি কার্টুন

a 2b pencil and a dream can take you anywhere ছবিটি ফেসবুকে পেলাম,সবার সাথে শেয়ার করতে ইচ্ছা হলো: আমরা রাস্তাঘাটে ময়লা ফেলে ফেলে ঢাকাকে একটা বিশাল ডাস্টবিন বানিয়ে ফেলেছি,জাপান থেকে ছেলেমেয়েরা বাংলাদেশে এসেছে আমাদের সভ্যতা শিখাতে,কবে লজ্জা হবে আমাদের? পৃথিবীর দীর্ঘতম কক্সবাজার সমুদ্র সৈকতকে সম্ভবত নোঙরাতম বানিয়ে ফেলেছি এর মধ্যেই। কিছুদিন আগে দেখলে সিলেটে নতুন আবিষ্কার হওয়া ঝরনার পাশে ময়লা ফেলে ভয়াবহ অবস্থা বানিয়ে ফেলেছে অসচেতন টুরিস্টরা। কবে আমরা সচেতন হবো? দয়া করে বলবেননা ময়লা ফেলার জন্য ডাস্টবিন নেই বলে রাস্তায় ফেলেন। চিপস-বিস্কুটের প্যাকেট আপনি চাইলেই সাথের ব্যাগে বা এমনকি পকেটেও রেখে দিয়ে পরে জায়গামত ফেলতে পারেন,শুধু সচেতনতা দরকার। ঢাকাকে বসবাসের অযোগ্য শহরে পরিণত করার জন্য আপনার আমার অসচেতনতার বড় ভুমিকা রয়েছে। আসুন ময়লা ফেলার ব্যাপারে সচেতন হই, ১০জন বন্ধুকেও সচেতন করি,পরিবর্তন আসবেই,নোঙরাতম শহরে বাস করা লজ্জা থেকে মুক্তি পেতে শুধুমাত্র আমাদের আন্তরিক সচেতনতাই যথেষ্ট,কতৃপক্ষের কিছু করার আশায় বসে থাকলে কোনোদিন পরিবর্তন আসবেনা। আমি জোর গলায় বলতে পারি আমি ১০০% চেষ্টা করি কখনো যেখানে সেখানে ময়লা না ফেলার,আশা করি আপনিও করবেন। You may say i am a dreamer but i am not the only one.......  


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.