আমাদের কথা খুঁজে নিন

   

দেশপ্রেমিক জিন বিজ্ঞানী ড. মাকসুদুল আলম ‘স্বপ্নই আবিষ্কারের মূলমন্ত্র ’

এই দুনিয়ায় আসলে সবাই দেখতে সুন্দর। পার্থক্য একটাই,কেউ কেউ দেখতে সবসময়ই সুন্দর। আর কেউ কেউ দেখতে মাঝে মাঝে সুন্দর সাবাস ,মাকসুদুল আলম । যে দেশে সরকারী দলগুলোর মন্ত্রী এমপি রা কোটি কোটি টাকা মারে এবং চেষ্টা করে কিভাবে এক বছরের একটি উন্নয়ন কাজকে ৫ বছরে নিতে সেই দেশের একজন ব্যাক্তি হয়ে আপনি এবং আপনার দলের বিজ্ঞানীরা ৫ বছরের কাজ ১ বছরে করেছেন । এর আগে আমেরিকা কিংবা বিশ্বের অন্যান্য ধনী দেশের কোটি কোটি টাকার প্রলোভন ছেড়ে আপনি বাংলাদেশে এসে বিনা পারিশ্রমিকে পাটের জিনোম আবিস্কার করেছেন ।

এরপর আপনি ও আপনার দলের সেই দেশপ্রেমিক বিজ্ঞানীরা ৫০০ টি ফসলের ক্ষতি কারী ছত্রাকের জিনোম আবিস্কার করেছেন । আপনার জন্য সরকার পারিশ্রমিক নির্ধারন করে মাসে ১৬ লাখ টাকা করে মোট ৬ কোটি টাকার মত । কিন্তু আপনি তা নেননি । আপনার দলের বিজ্ঞানীরা ব্যাক্তিস্বার্থ ভুলে গিয়ে কাজ করেছে । তাদেরো সাধুবাদ জানাই ।

কিছুদিন আগে দেখি বাপেক্স এর বিজ্ঞানিরা সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি ব্যবহার করে নতুন নতুন গ্যাস ক্ষেত্র আবিস্কার করছে । উল্লেখ্য ,বাপেক্স এর দলটির সদস্যরাও নানা বহুজাতিক কোম্পানীর প্রলোভন ছেড়ে দিয়ে দেশে কাজ করছে । আমি সাধুবাদ জানাই মাকসুদের নেতৃত্বে থাকা জিনোম নিয়ে গবেষনা কারী দলকে কিংবা বাপেক্স এর তরুন অনুসন্ধানকারীদেরকে । অনেকেই বলে এখন যুবসমাজের নাকি কোন আদর্শ নেই । কিন্তু আমি মনে করি আপনারাই আমাদের আদর্শ ।

যে দেশ মন্ত্রী সাংসদ আমলাদের স্বেচ্ছাচারিতার কারনে এক কদম এগুলে দশ কদম পেছায় ,সে দেশে আপনারাই আমাদের ভরসা । আমাদের দেশের অতীত যা হয়েছে হোক । কিন্তু অতীতের থেকে শিক্ষা নিয়ে দেশের বর্তমান এবং ভবিষ্যত্‍ এর জন্য মাকসুদ কিংবা বাপেক্স এর অনুসন্ধানকারী দলের থেকে যদি দেশ প্রেমের শিক্ষা নিয়ে আমরা কাজ করি তাহলে আমরাই একদিন বিশ্বকে নেতৃত্ব দিবো । কারণ ,দেশ প্রেমই তো সকল সত্‍ কাজের উত্‍স এবং স্বপ্নই আবিস্কারের মূলমন্ত্র। আমি এই পোস্টটি গতকাল ঠিক করেছিলাম।

কিন্তু সামু তে লগইন সমস্যার কারনে দিতে পারিনি। তাই আজকে দিলাম। সবাই ভালো থাকবেন । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।