আমাদের কথা খুঁজে নিন

   

মুম্বাইয়ে থামল চেন্নাইয়ের জয়রথ

১১ ম্যাচে সপ্তম এই জয়ে পয়েন্ট টেবিলে আপাতত তৃতীয় স্থানে মুম্বাই। আর ১২ খেলায় তৃতীয় হারের পরও শীর্ষেই চেন্নাই।
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৩৯ রান করে মুম্বাই। জবাবে ১৫ ওভার ২ বলে ৭৯ রানে অলআউট হয়ে যায় চেন্নাই।
ষষ্ঠ আইপিএলে এটা সর্বনিম্ন রান।

এর আগে শনিবারের একমাত্র ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে ৮০ রানে অলআউট হয় দিল্লি ডেয়ারডেভিলস।
লক্ষ্য তাড়া করতে নেমে ৯ রানেই ৩ উইকেট হারিয়ে বিপদে পড়া চেন্নাই আর ঘুরে দাঁড়াতে পারেনি। দশম উইকেটে সর্বোচ্চ ২৫ রানের জুটি গড়ে রবীন্দ্র জাদেজা (২০) ও বেন লাফলিনের মধ্যে।
সর্বোচ্চ ২২ রান আসে কাইরন পোলার্ডের হাতে পরপর তিনবলে জীবন পাওয়া মাইক হাসির ব্যাট থেকে।
মুম্বাইয়ের পক্ষে প্রজ্ঞান ওঝা ও মিচেল জনসন তিনটি করে উইকেট নেন।


এর আগে ডোয়াইন স্মিথের (২২) সঙ্গে শচীন টেন্ডুলকারের (১৫) ৪০ রানের উদ্বোধনী জুটি মুম্বাইকে ভালো সূচনা এনে দেয়। মাত্র ৫ রানের মধ্যে দুই উদ্বোধনী ব্যাটসম্যান ও পোলার্ড সাজঘরে ফিরলে চাপে পড়ে স্বাগতিকরা।
সেখান থেকে দলকে দেড়শ রানের দিতে নিয়ে যান দীনেশ কার্তিক (২৩), অধিনায়ক রোহিত (৩০ বলে ৩৯*) শর্মা ও হরভজন সিং (১১ বলে ২৫*)। দলীয় ৬৬ রানে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে কার্তিক বিদায় নিলেও ষষ্ঠ উইকেটে ৫৭ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন রোহিত- হরভজন।
চেন্নাইয়ের পক্ষে জাদেজা ২৯ রানে ৩ উইকেটে নেন।


সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.