আমাদের কথা খুঁজে নিন

   

স্রষ্টার কাছে কয়েকটি প্রশ্ন! (নাস্তিকদের উল্লাসিত হইবার কিছু নাইকা)

হৃদয়ে আমার “একাত্তর” স্বপ্নে দেখি রঙিন ভোর! হে মহান স্রষ্টা ; দয়াময় !!! আর চাইনা তোমায় খুঁজতে ওই সব ধর্ম গ্রন্থের পাতায় ! দার্শনিকের যুক্তি, আর বিজ্ঞানের কষ্টিপাথরে- বলো,তোমাকে কি মানায় ? ভোরের সূর্যের মতো কিংবা স্বচ্ছ কাঁচের ন্যায় আমার দু’চোখে তুমি ধরা দাও, হে প্রভু আমায় ! আর কতো কাল নীরবেই সয়ে যাবো - ধর্মের নামে যতো সব অন্ধ জ্ঞানের কথা ? তোমার কি হৃদয় নেই ? নেই সেখানে ব্যথা ? রাস্তায় কতো সস্তায় দেখি যৌবন বিক্রি হয় ! কেউ বেঁচে যৌবন আর কেউ ধর্ম বেঁচে খায় ! আমার বোনের স্তনে কেনো হায়েনার হিংস্র দাঁতের ছাপ ? তোমার বিচার দেখি না কেনো, তবে কিসের পুণ্য পাপ ? অবুঝ শিশু অনাহারে রয় আহার জোটে না মুখে ! অত্যাচারীরা রাত দিন কেনো রয়ে যায় চিরো সুখে ? কোথায় তোমার দয়ার নমুনা দেখিনা কেনো দু’চোখে ? তোমার কাছে প্রশ্ন হাজার ,চিরো অভিমান এই বুকে ! (ছবি: দহন আহমেদ)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।