অতীব সুন্দরী রমনী ফেসবুকে “চুম্মা সাইন” পাঠাইছে, তাও আবার ইয়াহু ম্যাসেঞ্জারে (সম্ভবত) যে সাইন ইউজ করা হয় তা লিখে। প্রথম প্রথম বুঝি নাই, কারন ফেসবুকে এমন সাইন কাজ করে না। পরে তিন চার জন বন্ধু বান্ধবীদের কাছ থেকে সাইন বিষয়ক জ্ঞান নিয়া সিউর হইলাম সাইন্ টার প্রকৃত অর্থ…!! বুঝতাছি না এত এত ইস্মার্ট, হ্যান্ডসাম পোলাপাইন থুইয়া আমারে চুম্মা পাঠাইতে গেল ক্যান??? ফান্দে পা দিবো কিনা বুঝতাছি না… রমনীরা বড়ই বিভ্রান্তিকর সুন্দরতম সৃষ্টি। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় পর্যন্ত সিঙ্গেল থাকার ক্রেডিট নিয়া টেনশনে আছি। বিঃদ্রঃ এক বন্ধুর রিয়েল লাইফের কাহিনী নিয়া লেখা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।