আমি একজন অতি সাধারন বাংলাদেশের নাগরিক যে সপ্ন দেখে একটি সুখি সমৃদ্ধ বাংলাদেশের । ভালবেসে তুমায় আমি কি করেছি ভুল, প্রতিদিনি দিতে হচ্ছে ভুলেরি মাশুল । খয়ে খয়ে শেষ হচ্ছে নিরীহ জুতার তলা, ভালবাসার কথা তুমায় আজও হয়নি বলা । অবশেষে সুদিন দেখে বল্লাম মনের কথা, তুমিওতা করলে গ্রহণ,দেওনি মনে ব্যথা । কন্যা তুমার দৃষ্টি ছিল সূদুরপ্রসারী- এই বেচারার অবস্থা আজ ডাল-কলুই,খেসারী । ফাস্টফুড ছাড়া তুমার প্রেম জমেনা এক্কেবারেই, টাকার স্বাস্থ্য যাচ্ছে খারাপ বুঝি তা হারে হারেই। পকেট একদিন অবশেষে হলো গড়ের মাঠ- তুমিও আমায় সুযোগ বুঝে দিয়ে দিলে ঝাঁট । সব হারিয়ে অবশেষে এতদিনে বুঝলাম, মাইয়ারা সব পুরাই ডাকাইত- অথচ তাদের পিছেই ছুটলাম ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।