আমাদের কথা খুঁজে নিন

   

মাইয়া দেখলে সবারই ভাল লাগে, কিন্তু সারাদিন মাইয়াগো সামনে বেকুবের মত আচরণ করার অর্থ কি!

আপনি আমাকে পছন্দ করেন কি করেন না তাতে আমার কিছু যায় আসে না, আপনাকে খুশি করার জন্য আমি এ পৃথিবীতে আসিনি। কলেজে আমার কিছু ক্লাসমেট গ্যালারীতে সব সময় মেয়েদের সাথে বেকুবের মত হি হি হা হা করে। ব্যাপারটা এমন না যে ওরা ভাল বন্ধু, ওরা তো এটা করতেই পারে! এক ক্লাস শেষে আরেক ক্লাস শুরুর আগ পর্যন্ত এই সময়টুকু গ্যালারীতে সবার সামনে এমন করার কোন অর্থ খুজে পাই না। মেয়েদের সাথে ভাল বন্ধুত্ব থাকতে পারে, তার মানে তো এই না যে নিজেকে বেকুবের মত উপস্থাপন করতে হবে। ক্লাসের পরে যখন বাইরে থাকো, তখন আড্ডা দিলেও তো হয়।

এটা যদি শুধু বন্ধুত্বের জন্য হয়ে থাকে তাহলে বলতে হয় তার তো অনেক ছেলে বন্ধু আছে তাদের সাথেও তো কথা বলা উচিৎ, ব্যাপারটা আসলে শুধু বন্ধুত্বের জন্য না, আবার এমনও না যে ওই মেয়েদের কারো সাথে তার এফেয়ার হবে! লুলামী যে কি মাত্রায় হতে পারে তার একটা উদাহরণ দিচ্ছি। আমাদের ব্যাচের একটা ছেলে একটা মেয়েকে একদম প্রথম দিকে প্রপোজ করেছে, মেয়েটা রাজি হয়নি। যাইহোক ছেলেটা এখন ওই মেয়ে সহ তিনটা মেয়ের একটা গ্রুপের সাথে ঘুরে বেড়ায়, আড্ডা মারে। মেয়েগ্রুপ এনিমেশন দেখে বলে ছেলে এনিমেশন দেখা শুরু করল। শুরু করতেই পারে কোন বাধা নেই কিন্তু কয়দিন পরে দেখি সেই ছেলে ওই মেয়েদের মত জাপানী ভাষায় স্টাটাস দেয় ফেসবুকে, তাও মানা যায় কিন্তু যখন দেখলাম সে এনিমেশন পর্ণ দেখা শুরু করেছে তখন বুঝতে পারলাম তার মারাত্মক মানসিক সমস্যা আছে।

ফেসবুকে কিছু ফেক আইডি থাকে যেগুলোতে বিভিন্ন সুন্দর মেয়েদের ছবি দেয়া থাকে। আইডিটা একটু দেখলেই বুঝা যায় যে ফেইক, কিন্তু কিছু খ্যাত মার্কা লোক দেখি সেখানে লিখে, "তুমি অনেক সুন্দর, তোমাকে আমার ভাল লাগে। ওমন করে কি দেখছেন!" ব্যাপারটা এমন না যে এতে কোন লাভ আছে বা মেয়েটার কাছ থেকে সে কিছু পাবে, ওটা যে আদৌ কোন মেয়ে তার ই তো কোন ঠিক নেই, তাহলে এমন করে লাভটা কি? আমার যা মনে হয়, এদের কনফিডেন্স লেভেল খুবই নিম্ন মানের, তারা জীবনে কোন মেয়ের কাছে পাত্তা পায়নি। মেয়েদের সাথে সামান্য কিছু কথা বলা, একসাথে বসে হাসাহাসি করাকে অনেক কিছু মনে করে, নিজেকে তখন আর ছোট মনে হয় না তাদের। এই জন্য তারা মেয়েদের কাছে নিজেকে বেকুবের মত উপস্থাপন করে, আর মেয়েরাও মনে করে এমন একটা অবলা প্রাণী থাকুক না তার সাথে, ক্ষতি তো করছে না, বরং মাঝে মাঝে নিজের প্রশংসা শুনতে পারছে! এই যুগে ছেলেদের মেয়ে বন্ধু থাকবে, মেয়েদের ছেলে বন্ধু থাকবে এটাই স্বাভাবিক।

কিন্তু আপনি যদি আপনার ছেলে বন্ধুদের সাথে যেই আচরণ করেন, মেয়ে বন্ধুটির সাথে সেইরকম আচরণ না করে অন্যরকম আচরণ করেন, তাহলে বলতে হবে আপনার আসলে ওই মেয়েটার সাথে বন্ধুত্ব নেই, এমনও না যে এফেয়ার আছে! কি যে আছে তা আপনি নিজেই ভাল বলতে পারবেন।  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.