আমি তোমাকেই বলে দেবো, সেই ভুলে ভরা গল্প ......... সঞ্জিব দা কে খুব মিস করি।
হিন্দি সিরিয়াল যে মানুষের চিন্তা শক্তি কতটুকু প্রভাবিত করতে পারে তার প্রমান ঐ দিন কলেজে আমার একটা মেয়ে বন্ধুর কথা থেকে পেলাম ……
সে আমাকে তার নিজের বৈশিষ্ট বলতে গিয়ে বলছে – জানিস আমি আসলে ভেবে দেখলাম আমি খুব খারাপ মানুষ না।
জিজ্ঞেস করলাম কিভাবে বুঝলি।
বলল – কয়েকদিন আগে একটা সপ্ন দেখেছি, আমি আর শারমিন স্যারের বাসা থেকে ফিরছি, পথে বখাটে ছেলেরা শারমিনকে টিজ করছে, আমি প্রতিবাদ করার পর গুন্ডাটা আমাকে বলল যদি আমি ওকে বিয়ে করি তাহলে ও আর শারমিনকে উত্যক্ত করবে না।
তারপর?
তারপর আর কি, ওকে বিয়ে করে ফেললাম …………………
তারপর এতো হাসি হাসলাম……………………
ও রেগে বিরক্ত হয়ে বলল, তুই হাসছিস কেন?
বললাম তোর এমন সপ্ন দেখাটা স্বাভাবিক, এত্তো হিন্দি সিরিয়াল দেখলে তো এমনি দেখবিই। এরকম চিন্তাগুলা শুধুমাত্র ঐ সব হিন্দি সিরিয়ালের ডিরেক্টরদের মাথায় ই আসতে পারে । আসলে তুই যদি রেগুলার বাংলা নাটক দেখতি তাহলে মুস্তফা ফারুকি কিংবা কামাল রাজ এর চিপা বুদ্ধি দিয়ে ঠিকই ওই শালা গুন্ডাটাকে উচিত শিক্ষা দিয়ে আসতে পারতি ………হা হা হা হা হা হা………………
পুনশ্চঃ আসলে বুঝতে পারি না , এসব ফাউল সিরিয়াল দেখে আমাদের দেশের নারীরা কি মজা পান যেখানে আমাদের দেশেই তৈ্রি হচ্ছে উন্নত মানের সব নাটক।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।