আমাদের কথা খুঁজে নিন

   

ট্রাভেল বাংলাদেশঃ রিসোর্ট পরিচিতি - চলুন ঘুরে আসি ''লাইমি হিল রিসোর্ট'' বান্দারবান

কলম চালাই ,এইগুলো লেখার পর্যায়ে পরে কি না তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে :) ব্লগের বয়স বছরের উপরে দেখালেও নিয়মিত লিখছি ১৭ আগস্ট ২০১২ থেকে :) অ্যাডভেঞ্চার প্রিয় ? ঘুরতে ভালবাসেন বনে বাদারে ? পাহাড়ে ? সারাদিন প্রকৃতির সাথে কাটিয়ে রাতে গিয়ে উঠবেন সেই ইট কাঠের দেয়ালে ঘেরা ঘরে ? বেমানান তাই না ? ভ্রমনের আসল মজা তো রাতেই ভ্রমনপিয়াসুদের জন্য অ্যাডভেঞ্চার প্রিয় রাতে থাকার মত একটা রিসোর্ট নিয়েই এবারের আয়োজন । রিসোর্টের নাম ''লাইমি হিল সাইড রিসোর্ট '' পড়েছে বান্দারবান জেলায় । রিসোর্টের বর্ণনা খুব বেশি দিব না । কারণ ছবি কথা বলে কিন্তু যদি পাহাড়ে রাতের গভীরতা অনুভব করতে চান , যদি মাতাল বুনো বাতাসে বুক ভরে নিঃশ্বাস নিতে চান যদি প্রিয়জনকে পাশে নিয়ে , হাতে হাত রেখে , পাহাড়ের মাথায় পরশ বুলানো তারাগুলিকে অযথাই গুনতে চান কিংবা না হয় দু একটা তারার নাম রেখে দিলেন প্রিয় মানুষটির নামে , ক্ষতি কি !! বনের পাতারা নাকি রাতে কথা বলে , নিজেদের মাঝে , ফিসফিস করে ! কে জানে হয়তো তাদের সেই গল্পের খানিকটা আপনারাও জেনে আসতে পারেন । নাম না জানা পাখির রহস্যময় বিজন রাতে ডাক বুকে কাঁপন ধরিয়ে দেবে , নিশ্চিত যাই হোক , চলুন ঘুরে আসি সেখান থেকে ।

যাতায়াতঃ ঢাকা থেকে ট্রেনে বা বাসে প্রথমে চট্টগ্রাম তারপর চট্টগ্রাম থেকে সোজা বান্দরবান; অথবা ডাইরেক্ট বান্দরবান যাওয়া যায়। ঢাকা থেকে বান্দরবান সরাসরিঃ ঢাকা থেকে বান্দরবান পযর্ন্ত ডাইরেক্ট নন এসি ভাড়া জনপ্রতিঃ ৪৮০ টাকা। (অক্টোবর, ২০১১) এস আলম ছাড়ে কমলাপুর রেল ষ্টেশনের বিপরীত কাউন্টার থেকে। ঢাকা থেকে চট্টগ্রামঃ ট্রেনে: এসি- ৩৬৫-৪৮০ টাকা। নন এসি-১৫০-১৬৫ টাকা।

বাসে: এসি- ৫৮০-৭৯০ টাকা। নন এসি ২৫০-৩৫০ টাকা। চট্টগ্রাম থেকে বান্দরবানঃ বহদ্দারহাট টার্মিনাল থেকে পূরবী এবং পূর্বাণী নামক দুটি ডাইরেক্ট নন এসি বাস আছে। ৩০ মিঃ পর পর বান্দরবানের উদ্দ্যেশে ছেড়ে যায়। ভাড়া জনপ্রতিঃ ৭০-৮০ টাকা।

বান্দারবান থেকে যেভাবে রিসোর্টে যাবেনঃ ১)চাদের গাড়ি/ বাসে করে খাগড়াছড়ি । ২)সেখান থেকে সাঙ্গু নদীতে বোট/ ট্রলার করে রুমা বাজার । ৩) রুমা বাজার থেকে রিসোর্টটি পায়ে হাটা দূরত্ব । স্থানীয় কাউকে বললেই দেখিয়ে দিবে । যোগাযোগঃ লাইমি হিল সাইড রিসোর্ট ইডেন রোড, রুমা বাজার বান্দরবন, বাংলাদেশ যেকোন তথ্যের জন্য অনুগ্রহপূর্বক যোগাযোগ করন: ১. ফরহাদ আলি খান ইমেইল: মোবাইল: ০১৭১৩২৩১২২১ ২. মি: নাথান মোবাইল: ০১৫৫৬৭০৮৮৩৭ ৩. মি: আলি মোবাইল: ০১৭৩৯৩৪১৯৪৭ ********************************* Cottage of Laimi Hill Side Resort / লাইমি হিল সাইড রিসোর্ট-এর কটেজ There are Six (06) Cottage in Laimi Hill Side Resort. These are named as Lal Khum, Bowm, Bamboo, AC Cabin, Dormitory-1, Dormitory-2. Cottage features are explained below: # Lal Khum – For 2 PAX comes with a Double bed and attached washroom. The cottage shares attractive view of Ruma Bazaar, Shangu River and Army Camp from the top. # Bowm – For 4 PAX with Two Double bed and a shared Washroom. This has an open terrace attached to the cottage with sights of the mountain chains surrounding Ruma Bazaar. # Bamboo – For 2 PAX comes with a flooring Double bed. The cottage is made from bamboo shoots resembling the traditional hut or cottages usually used by the indigenous people. This includes attached washroom and an open terrace. # A/C Cabin – For 3 PAX which comes with a Double bed and a Single bed, with attached washroom and view of waterfall active on seasons, flowing Shangu River and the Army camp. It also includes a Split A/C and refrigerator. # Dormitory-1: comes with SIX Single bed and separate shared Washroom. # Dormitory-2: comes with NINE Single bed and separate shared Washroom with view of waterfall active on seasons. ******Tourist Spot near to Laimi Hill Side Resort ******* * Boga lake / বগা লেক * Rijuk Fall / রিজুক ঝর্ণা * Keokradong / কেওক্রাডং * Tajingdong / তাজিংডং * Sangu River / সাঙ্গু নদী ****ভাড়া এবং খাওয়া দাওয়াঃ ***** এই দুটো বিষয় সাধারণত অনেকটা দর কষাকষির উপরে নির্ভর করে ।

তাই যাবার আগে বুকিং দিয়ে যাওয়াই উত্তম । ভাড়া গড়ে কটেজ ভিত্তিক ২৫০০ থেকে ৫০০০ টাকায় ওঠানামা করে । খাবারের মান মোটামোটি ভালো । ১০০ থেকে ৩০০ টাকার মধ্যে । চাইলে রুমা বাজারেও খাবার দাবার সারতে পারেন ।

দাম অপেক্ষাকৃত সস্তা ওখানে । আগের পোস্টগুলোঃ ১) Click This Link ট্রাভেল বাংলাদেশঃ রিসোর্ট পরিচিতি (চলুন ঘুরে আসি নীলগিরি ) । ২) Click This Link ট্র্যাভেল বাংলাদেশঃ চলুন ঘুরে আসি বগালেক ও তার আশেপাশের পাহাড়ি জনপ.। ৩) Click This Link ট্রাভেল বাংলাদেশঃ চলুন ঘুরে আসি অপার সৌন্দর্যের আধার টাঙ্গুয়ার হাওর ৪) Click This Link ট্রাভেল বাংলাদেশঃ চলুন ঘুরে আসি দ্বীপের রানী ''নিঝুম দ্বীপ'' থেকে । ৫) Click This Link ট্রাভেল বাংলাদেশঃ হানিমুনে যাচ্ছেন ? চলুন ঘুরে আসি ''মারমেইড ইকো রিসোর্ট '' , সাথে থাকছে কিছু ফ্রি হানিমুন টিপস।

৬) Click This Link ট্রাভেল বাংলাদেশঃ চলুন ঘুরে আসি অপার সৌন্দর্যের আধার হাকালুকি হাওর নিচের ছবিগুলো বড় করে দেখতে হবে , উপরের মত বড় করে ছবি আপলোড হচ্ছে না । ছবিগুলো বড় করে না দেখলে পস্তাবেন । আমাদের দেশ যে কত সুন্দর তা অকল্পনীয় সুত্রঃ ইন্টারনেট ।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।