আমাদের কথা খুঁজে নিন

   

লন্ডনে টিউলিপের বিয়ে যোগ দিচ্ছেন হাসিনা : হবু বর শ্বেতাঙ্গ ক্রিস

বিয়ে করছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি, বৃটিশ লেবার পার্টির কাউন্সিলর টিউলিপ সিদ্দিক। আগামী ৬ ও ৭ই জুলাই তার বিয়ে হবে। শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকের বিয়েতে যোগ দিতে আগামী ৪ঠা জুলাই লন্ডন যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশন ও বৃটেন আওয়ামী লীগ বিয়ের ব্যাপারে কঠোর গোপনীয়তা রক্ষা করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসূচিতে ৫ই জুলাই বৃটেন আওয়ামী লীগের সঙ্গে সভা অনুষ্ঠানের কথা রয়েছে।

আর ৬ ও ৭ই জুলাই তারিখে ‘ব্যক্তিগত’ কথাটি লেখা রয়েছে। সফরসূচিতে ৬ ও ৭ই জুলাই ব্যক্তিগত লেখা থাকায় ধারণা করা হচ্ছে এ দু’দিন বিয়ের অনুষ্ঠান আয়োজিত হবে। ৮ই জুলাই শেখ হাসিনা বেলারুশের উদ্দেশে লন্ডন ত্যাগ করবেন। এদিকে টিউলিপ সিদ্দিকের হবু বর সম্পর্কে অফিসিয়াল কোন তথ্য না পেলেও একটি সূত্র জানায়, একজন পরিচিত শ্বেতাঙ্গকেই বিয়ে করতে যাচ্ছেন তিনি। পাত্রের নাম ক্রিস।

লেবার পার্টির রাজনীতিবিদ ক্যামডেন রিজেন্টস পার্ক ওয়ার্ডের কাউন্সিলর, ক্যামডেন কাউন্সিলের কমিউনিটিজ অ্যান্ড কালচারাল ক্যাবিনেট মেম্বার টিউলিপ রিজওয়ানা সিদ্দিকের জন্ম দক্ষিণ পশ্চিম লন্ডনের মেরটন কাউন্সিলের মিটচাম এলাকায় ১৯৮২ সালের ১৬ই সেপ্টেম্বর। তিনি বাংলাদেশ, ব্রুনেই, ভারত, সিঙ্গাপুর, স্পেনে বাল্যকাল কাটান। পশ্চিম লন্ডন থেকে ১৯৮৮ সালে তিনি উত্তর লন্ডনে আসেন এবং এ-লেভেল শেষ করেন। টিউলিপ ইউনিভার্সিটি কলেজ অব লন্ডন হতে ইংরেজি সাহিত্যে আন্ডারগ্র্যাজুয়েট ডিগ্রি এবং কিংস কলেজ অব লন্ডন হতে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। ২০১১ সালে তিনি পলিটিক্স, পলিসি অ্যান্ড গর্ভমেন্ট বিষয়ে দ্বিতীয়বারের মতো মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।

তিনি ২০১০ সালের মে মাসে ক্যামডেন রিজেন্ট পার্ক ওয়ার্ডের প্রথম বাঙালি মহিলা কাউন্সিলর নির্বাচিত হন। তিনি অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, ফিলিপ গ্লউড এসোসিয়েশটস, সেভ দ্য চিলড্রেন, বেথনাল গ্রীন অ্যান্ড বো আসনের সাবেক লেবার এমপি উনা কিং, টুটিং এলাকার লেবার এমপি ও সাবেক মন্ত্রী সাদেক খান, লেইটন ওয়ানস্টেড এলাকার সাবেক লেবার এমপি হেরি কোহেনের সঙ্গে কাজ করেছেন। ক্যামডেন ও ইজলিংটন এনএইচএস ফাউন্ডেশন ট্রাস্টের গভর্নর, কমনওয়েলথ জার্নালিস্ট এসোসিয়েশন ইউকে’র সদস্য টিউলিপ সিদ্দিকের লেবার নেতার এড মিলিবান্ডের ক্যাম্পেইন ও এমপি টিসা জোয়েলের পলিসি এডভাইজার হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। লেবার পার্টির ইয়ং লেবার অফিসার হিসেবে বর্তমানে কাজ করছেন তিনি। আগামী পার্লামেন্ট নির্বাচনে তিনি হ্যামস্টেড ও কিলবার্ন থেকে লেবার পার্টির মনোনয়ন পেতে পারেন।

মানবজমিন ==================================== বংশ পরম্পরায় সকলে যদি বিদেশীদের বিয়ে করে ওখানেই বসত গড়ে তাহলে এই দেশ সামলাবে কে? বিরোধী নেত্রী খালেদা জিয়ার ছেলে তারেক রহমান দেশে আসার জন্য মরিয়া, সেই সুবাদে বিএনপির হাল ধরার জন্য হয়তো সেই হবে উত্তরসুরী। প্রশ্ন হল জয় কি এই দেশে ফিরে আওয়ামীলীগের হাল ধরার জন্য প্রস্তুত? উত্তরটা যদি না হয় তাহলে কে হবে আওয়ামীলীগের কর্ণধর। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।