আমার নাম এস এম নাজির হোসেন। থাকি লন্ডনে, পড়াশুনার পাশাপাশি বল্গিং করি...
দেখতে দেখতে ৭ মাস হয়ে গেল লন্ডন জীবনের। যাই হোক এই ৭ মাসে ভালো মন্দ দু রকমের অভিউগাতায় আছে।
প্রতিদিনের মতো আজ বিকালে কাজ করছিলাম লিভারপুল স্টিটে। হঠাত আমাকে দেখে এক বাংগালী ছেলে বলে "আর ইউ বাংলাদেশী" আমি বাংলায় বললাম হা রে ভাই "আমি বাংলা" ছেলেটা হেসে দিল।
তারপর আমার কাছে এসে যা বলল ভাই আপনি আমাকে একটা জব দেন না। ৩ মাস হলো কোনো কাজ পায় নাই। এখন সবাই হন্যে হয়ে জব খোজে কিন্ত কোনো লাভ নাই। ১০০ জনে ১০ জন ছাত্র চাকরি পাচ্ছে, তাও আবার কতো কাহিনী।
কিন্ত ঘটনা সেটা না ব্যাপার হচ্ছে ছেলেটা যখন বলল 'একটা চাকরী দেন না ভাই" তখন যদি আপনারা তার চোখের দিকে তাকাতেন আমি নিশ্চিত আপনারা কেদে দিতেন।
ছেলেটা এসেছে মুন্সীগঞ্জ থেকে।
দিন দিন ইউকে সরকার নতুন নতুন নিয়ম চালু করছে। The London Study এ পড়লাম কোস ডিগ্রী লেভেল এর নিচে হলে নাকী ১০ ঘন্টার বেশী কাজ করা যাবে না এমন আরো কতো কী কী যে শুনলাম। আর যারা নতুন করে লন্ডনে আসতে ইচ্ছুক তাদের কে বলব মানসিক এবং Financially preparation নিয়ে আসবেন এবং নিশ্চিত হোন আপনার ইন্সটিটিঊট Tier 4 listed. রেগুলার আপডেত জানতে The London Study -তে দেখতে পারেন। ভাই সাবধান, Agency -এর পাল্লায় পরে নিজের সুন্দর জীবনটা নষ্ট করিয়েন না।
আসলে সত্য কথা বললে বলতে হয় লন্ডনে বাংলাদেশী ছাএদের অবস্থা অনেক করুন।
বাংলা লিখায় খুব একটা পারদশী না। অনেক ভুল-ত্রুটি হয়েছে। ক্ষমা করে দিয়েন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।